নোমান ইমতিয়াজ, রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার্থীদের জন্য ৬ দফা কর্মসূচি ঘোষণা করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সংগঠনের সভাপতি গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কর্মসূচির মধ্যে রয়েছে- তথ্য প্রদান ও শিক্ষার্থী সহায়তা কেন্দ্র, সুপেয় পানির ব্যবস্থা, ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মাঝে কলম বিতরণ, ভ্রাম্যমাণ মেডিকেল টিম, ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের মাঝে মাস্ক বিতরণ ও হ্যান্ড স্যানিটাইজ করার সুব্যবস্থা এবং পরীক্ষা কেন্দ্রের সামনে ভর্তিচ্ছুক শিক্ষার্থী এবং অভিভাবকদের বসার সুব্যবস্থা।
এছাড়াও প্রতিটি কেন্দ্রের সামনে ছাত্রলীগের তথ্যকেন্দ্র থাকবে। সেখানে সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা সার্বক্ষণিক ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের সার্বিক সহায়তা করবে।
সময় জার্নাল/ইএইচ