এহসান রানা। ফরিদপুর : জেলা শহরের দক্ষিন কোমরপুর যুবসংঙ্গ এর উদ্যোগে শুক্রবার বিকেলে পারচরের দায়বাড়ী ঘাটে ঐতিহ্যবাহি ভেলা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ২ নং ওয়ার্ড কাউন্সিলর কুদ্দুসুর রহমান এর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শামীম হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান শামসুল হক ভোলা মাষ্টার, পৌর মেয়র অমিতাভ বোস, কাউন্সিলর হানিফ শেখ, সংরক্ষিত কাউন্সিলর জয়গুন বেগম, ভেলা বাইচের উদ্যোক্তা ওবাইদুর রহমান, মানজারুল ইসলাম রানা প্রমুখ।
প্রতিযোগিতায় মোট ২৫ টি ভেলা অংশ গ্রহন করে। এর মধ্যে প্রথম স্থান অধিকার করেন শ্যামল ও আমিন। এছাড়াও ১০ টি ভেলায় মোট ২০ জনকে পুরুষ্কার প্রদান করা হয়। এই ঐতিহ্যবাহি ভেলা বাইচটিতে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডসহ সদর উপজেলার বিভিন্ন গ্রাম থেকে হাজার হাজার দর্শকের উপস্থিতি ছিল চোখে পরার মত।
সময় জার্নাল/আরইউ