মনের সাথে সন্ধি করেছি
নীরব থেকে সয়ে যাব সকল ক্লান্তি।
কথায় আছে "বোবার কোন শত্রু নেই"
চুপ থাকলে অনেক যন্ত্রণার অবসান ঘটে।
সত্যিই কি তাই?
চুপ থেকে সহ্য করাকে সম্মতির লক্ষণ ভেবে নেয়।
আর সেটির পরিণতি হয় ভীষণ ভয়াবহ।
কি অসহ্য আর দূর্বোধ্য জীবনের সমীকরণ
মেলাতে পারি না কোনভাবেই।
কি সে যে মুক্তি বোঝা বড় দায়
কোনটাতে বিষাদ আর কোনটাতে যে আনন্দ
আমি গুলিয়ে ফেলি।
নতুন নতুন অজানা ঝড় জীবনকে বিষিয়ে তোলে,
প্রত্যাশার বেড়াজাল ভেদ করে
যন্ত্রণাকে ঝাঁকিয়ে দেয়,
আমার আমিত্বকে প্রতিনিয়ত জলাঞ্জলি দেই।
মানুষের আত্মার আর্তনাদকে গুরুত্ব দিতে গিয়ে
বড্ড ক্লান্ত হয়ে উঠি।
অশ্রু সজল চোখ নিয়ে ডুবে থাকি আপন ভূবনে।
সহ্যের সীমা ভেদ করে প্রতিনিয়ত
তবুও নীরবে নিভৃতে কাঁদি
মানুষের দম্ভের মশাল জ্বলতে দেখি
আর নিজেকে আরো পরিশুদ্ধ করবার পথ খুঁজতে থাকি।
জানি না সে পথের শেষ কোথায়?
সময় জার্নাল/এসএ