স্পোর্টস ডেস্ক। সাকিব আল হাসান সুযোগ পেয়েই উপেক্ষার জবাব দিলেন। ৪ ওভারে ২০ রান দিয়ে ১ উইকেট দখল করেছেন তিনি। উইকেট আরেকটি বাড়ত যদি না একটি ফিরতি ক্যাচ মিস করতেন। নিজের বলে দারুণ ফিল্ডিং করে একটি রান আউটও করেছেন সাকিব। তাই তো কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) তার প্রশংসায় টুইট করেছে—‘ফাটাফাটি স্পেল বাই সাকিব’!
কেকেআরের অন্য বোলাররাও এই ম্যাচে জ্বলে উঠেছিলেন। তাদের দাপটে ২০ ওভারে ৮ উইকেটে ১১৫ রানে থেমে যায় সানরাইজার্স হায়দরাবাদ।
আইপিএলের দ্বিতীয় পর্বে এ প্রথম সুযোগ পেলেন সাকিব। গত কয়েক ম্যাচে তাকে বেঞ্চে বসিয়ে রাখায় কেকেআর টিম ম্যানেজমেন্টের বেশ সমালোচনা হয়। সে সমালোচনা যে অমূলক ছিল না তা বল হাতে নিয়ে প্রমাণ করে দেন সাকিব।
ষষ্ঠ ওভারে চার বাউন্ডারিতে ১৮ রান তুলে নেওয়ার পর বোলিংয়ে আনা হয় সাকিবকে। মারমুখী মেজাজে থাকা সানরাইজার্স ব্যাটাররা মাত্র ৪ রান নিতে সমর্থ হয় তার ওভার থেকে। এর মধ্যে পঞ্চম বলে নিজেই দৌড়ে গিয়ে ফিল্ডিং করে সরাসরি থ্রোতে রান আউট করে দেন ছন্দে থাকা সানরাইজার্সের অধিনায়ক কেন উইলিয়ামসনকে। তার বিদায়ে বড় ধাক্কা লাগে হায়দরাবাদের ব্যাটিংয়ে।
সাকিবের পরের ওভার থেকেও ৪ রান আসে। এই ওভারের চতুর্থ বলে ফিরতি ক্যাচ দিয়েছিলেন প্রিয়ম গর্গ। কিন্তু তিনবার চেষ্টা করেও তা তালুবন্দি করতে পারেননি সাকিব। শেষ পর্যন্ত তৃতীয় ওভারের প্রথম বলে আসে কাঙ্ক্ষিত উইকেট। অভিষেক শর্মা ডাউন দ্য উইকেটে খেলতে গিয়ে স্টাম্পড হন। পরের বলেই এলবির জোড়ালো আবেদন নাকচ হয়।
সময় জার্নাল/আরইউ