শাহীন তারেক, মানিকগঞ্জ প্রতিনিধি :
কোভিড-১৯ টীকাদানে সর্বোচ্চ এবং অসামান্য অবদানের জন্য মানিকগঞ্জের শ্রেষ্ঠ ভ্যাকসিন বান্ধব পুরস্কার পেলেন গরিবের ডাক্তার হিসাবে খ্যাত ডাঃ মোঃ লুৎফর রহমান।
শনিবার বিকেলে সিভিল সার্জনের কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সিভিল সার্জন ডাঃ আনোয়ারুল আমিন আখন্দ এ পুরষ্কার ডাঃ মোঃ লুৎফর রহমানের হাতে তুলে দেন।
সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২৫০ শয্যা জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ আরশ্বাদ উল্লাহ, হাসপাতালের আরএমও ডাঃ কাজী এ.কে.এম.রাসেল ও সাত উপজেলার ইউএইচএফপিও গণ, প্রমুখ।
মানিকগঞ্জ সদর উপজেলায় মোট জনসংখ্যা ২,৬১,৬২২।সদর উপজেলায় তিনি তার স্বাস্থ্যকর্মীদের দ্বারা ১,৫১,০০০ এর ও বেশী জনগোষ্ঠীর মাঝে টীকাদান করেন, যা সদর উপজেলার মোট জনসংখ্যার প্রায় ৫৮%।এটি শুধু মানিকগঞ্জ সদর নয়,সারা বাংলাদেশের মধ্যে একটি দৃষ্টান্তমূলক মাইলফলক বলে জানান সিভিল সার্জন ডাঃ আনোয়ারুল আমিন আখন্দ ।
উল্লেখ্য ডাঃ লুৎফর রহমান সম্প্রতি জেলার শ্রেষ্ঠ ইউএইচএফপিও পুরষ্কার পেয়েছেন। তিনি মাঠ পর্যায়ে ডিজিটাল হাজিরার প্রবক্তা এবং এতদ-অঞ্চলে তিনি গরীবের ডাক্তার হিসেবে খ্যাতি পেয়েছেন।
সময় জার্নাল/ইএইচ