নোমান ইমতিয়াজ, রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্মাতক (সম্মান) প্রথম বর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রথম দিনেই অনুপস্থিত ছিলেন ১০ হাজার ৭৪১ জন শিক্ষার্থী। যা মোট আবেদনকারীর শতকরা ২৪ শতাংশের বেশি।
সোমবার বিকালে বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো. একরামুল হামিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আজকের পরীক্ষায় তিন শিফটে মোট ৪৪ হাজার ১৮৮ জন শিক্ষার্থী উপস্থিত থাকার কথা থাকলেও উপস্থিত ছিলেন ৩৩ হাজার ৪৪৭ জন। যা মোট আবেদনকারীর শতকরা ৭৫.৬৭ শতাংশ। সেই হিসেবে ১০ হাজারের বেশি শিক্ষার্থী আজ অনুপস্থিত ছিলেন।
এদিকে, ‘এ’ ইউনিটের পরীক্ষা শুরু হবে আগামীকাল মঙ্গলবার। এ ইউনিটে বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবেন। এবং আগামী ৬ অক্টোবর ‘বি’ ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সময় জার্নাল/এলআর