ইসাহাক আলী, নাটোর প্রতিনিধি:
নাটোরের সিংড়ার চলনবিলে শিকারীর হাত থেকে উদ্ধার করে প্রায় অর্ধশত বকপাখিকে অবমুক্ত ও ৬ শিকারীকে প্রশাসনের হাতে তুলে দেন পরিবেশ কর্মিরা।
মঙ্গলবার ভোরে চলনবিলের দুর্গম এলাকা থেকে ওই পাখিসহ ৬জন শিকারীকে আটক করে চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সদস্যরা। পরে ভ্রাম্যমান আদালতে সিংড়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. রকিবুল হাসান পাখি শিকারীদের কাছ থেকে ৭ হাজার টাকা জরিমানা আদায় ও ভবিষ্যতে পাখি শিকার করবে না মর্মে মুচলেকা নেন । পরে সিংড়ার চলনবিল গেট এলাকার একটি পাখি কলোনীতে উদ্ধারকৃত পাখিগুলো অবমুক্ত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি অধ্যাপক আখতারুজ্জামান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সহ-সভাপতি হাসান ইমাম, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, পরিবেশ কর্মী কুরবান আলী প্রমূখ।
চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, মঙ্গলবার ভোরে চলনবিলের গুনাইখাড়া, দীঘলগ্রাম ও নলবাতা বিলের ধানক্ষেতে কলা ও খেজুর পাতার তৈরি পাখি ধরার কিল্লা ঘরে পাখি শিকার হচ্ছে খবর পেয়ে অভিযানে যান পরিবেশ কর্মীরা।
সময় জার্নাল/এলআর