জবি প্রতিনিধি : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের সশরীরে সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু হয়েছে। এসময় শিক্ষার্থীদের শারীরের তাপমাত্রা মেপে ও স্যানিটাইজড করে শিক্ষার্থীদের হলে প্রবেশ করানো হয় এবং ফুল দিয়ে তাদের বরণ করে নেন বিভিন্ন বিভাগের শিক্ষকেরা।
বৃস্পতিবার বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের পরীক্ষার হলে এমন চিত্র দেখা যায়।
বিশ্ববিদ্যালয়টির ট্রেজারার ও উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ শিক্ষার্থীদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। তিনি বিভিন্ন ইনস্টিটিউট ও বিভাগের পরীক্ষার হল পরিদর্শন করেন এবং পরীক্ষা চলাকালীন সময়ে করোনা ভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতি বিবেচনায় সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন।
পরীক্ষা পরিদর্শনের সময় বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক সমিতির সভাপতি, প্রক্টর এবং সহকারী প্রক্টরসহ অনেকে উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, টানা ১৭ মাস সশরীরে ক্লাস-পরীক্ষা বন্ধ রাখার পর বৃহস্পতিবার থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষা থাকায় নিয়মিত শিক্ষার্থীদের জন্য বাস সার্ভিসও চালু করেছে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ।
সময় জার্নাল/আরইউ