নিজস্ব প্রতিবেদক। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার রাত (৮ অক্টোবর) সাড়ে ১২টার দিকে এ কম্পন অনুভূত হয়। ঢাকা ছাড়াও চট্টগ্রাম, সিলেটসহ বিভিন্ন স্থানে এই ভূ-কম্পণ হওয়ার খবর পাওয়া গেছে।
ইউএস জিওলজিক্যাল সার্ভের ওয়েবসাইটের তথ্যে জানা গেছে রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৬।
প্রাথমিকভাবে জানা গেছে, এর উৎপত্তিস্থল ছিল মিয়ানমারে। ভূপৃষ্ঠ থেকে ১১৪ কিলোমিটার গভীরে এ কম্পনের সৃষ্টি হয়।
বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা মমিনুল ইসলাম জানিয়েছেন, ভূমিকম্পের উৎপত্তিস্থলের অবস্থান ঢাকা থেকে ৪৭৭ কিলোমিটার পূর্ব-দক্ষিণ পূর্ব দিকে মিয়ানমারে।
তবে তাৎক্ষণিক কোথায়ও কোনো ক্ষয়ক্ষতির সংবাদ পাওয়া যায়নি।
দেশের বিভিন্ন অঞ্চল থেকে সামাজিক যোগাযোগ ব্যবহারকারী অনেকেই অনলাইনে ভূমিকম্পন অনুভূত হওয়ার সংবাদ শেয়ার করেছেন।
পোস্টে একজন লেখেন, ভূমিকম্পে নিজের বসা চেয়ার টলার অনুভূতি পাই। বুঝতে পারছি ভূ-কম্পন হচ্ছে। আরেকজন লেখেন, পঞ্চম তলায় থাকি। খাটে শুয়েও এপাশ-ওপাশ হওয়ার অনুভূতি টের পাই। বুঝতে পারছি ভূমিকম্পণ হচ্ছে। এর স্থায়ীত অন্তত ৬/৭ সেকেন্ডের কম হবে না।
সময় জার্নাল/আরইউ