সময় জার্নাল ডেস্ক। করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতির উন্নতি হওয়ায় বাংলাদেশসহ ১১টি দেশের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিয়েছে বাহরাইন।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) এ সিদ্ধান্ত নেয় বাহরাইনের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। আগামী রোববার (১০ অক্টোবর) থেকে সিদ্ধান্ত কার্যকর হবে।
শুক্রবার বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম এক টুইটে এ তথ্য জানান। ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় দেশটির সরকারকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।
লাল তালিকা থেকে বাদ পড়া অন্য দেশগুলো হলো- দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া, উগান্ডা, মোজাম্বিক, জিম্বাবুয়ে, মালাউই, ইন্দোনেশিয়া, মিয়ানমার, জর্জিয়া ও ইকুয়েডর। তবে তালিকায় নতুন করে যোগ হয়েছে রোমানিয়া।
এদিকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানান, করোনা পরিস্থিতি ইস্যুতে লাল তালিকা থেকে বাংলাদেশের নাম বাদ দিয়েছে বাহরাইন। ফলে আগামী ১০ অক্টোবর থেকে বাংলাদেশিরা দেশটিতে প্রবেশ করতে পারবেন।
সময় জার্নাল/আরইউ