বিশ্ববিদ্যালয় প্রতিবেদক। কুষ্টিয়ার রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ে চারদিনব্যাপী ‘ব্লেনডেড লার্নিং এন্ড ই-লার্নিং’ বিষয়ক শিক্ষকদের রিফ্রেশার ট্রেনিং’র সমাপনী প্রোগ্রাম আজ শনিবার (৯ অক্টোবর) অনুষ্ঠিত হয়েছে।
৫ অক্টোবর থেকে শুরু হওয়া ট্রেনিংয়ের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডঃ মোঃ শাহজাহান আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ট্রেজারার প্রফেসর ডঃ মোহাম্মদ মামুন।
ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডক্টর ইসমত আরা খাতুনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ডঃ মোঃ শহীদুর রহমান, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান প্রফেসর মোহাম্মদ আলী। বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ জহুরুল ইসলাম, বিওটির সদস্য জুলফিকার আলী।
প্রসঙ্গত, কুষ্টিয়ার রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ে ‘ব্লেনডেড লার্নিং এন্ড ই-লার্নিং’ বিষয়ক শিক্ষকদের রিফ্রেশার ট্রেনিং এ অংশগ্রহণ করেন ৩৭ জন শিক্ষক। সমাপনী অনুষ্ঠান শেষে শিক্ষকদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
সময় জার্নাল/আরইউ