নিজস্ব প্রতিবেদক।সময় জার্নাল : রাজধানীর গাবতলীর তুরাগ নদে নৌকাডুবির ঘটনা ঘটেছে। আজ শনিবার ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। এতে দুই শিশু ও এক নারীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। আজ দুপুর সাড়ে ১২টার দিকে লাশ তিনটি উদ্ধার করা হয়।
শনিবার (৯ অক্টোবর) দুপুরে ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আবুল বাসার এ তথ্য জানিয়েছেন।
আবুল বাসার বলেন, ‘আমিনবাজার থেকে ১৮ জন একটি কাঠের নৌকায় করে গাবতলী আসছিলেন। তাঁদের বেশির ভাগই দিনমজুর। মাঝপথে তুরাগ নদে নৌকাটি ডুবে গেলে ১১ জন সাঁতরে নদীর পাড়ে চলে আসেন। বাকি সাত জন নিখোঁজ ছিল। তাদের মধ্যে তিন জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।’
আবুল বাসার আরও বলেন, ‘ঘটনাটি ভোরে ঘটলেও ফায়ার সার্ভিস খবর পায় সকাল ৮টা ৫০ মিনিটে। আমাদের ডুবুরি দল নিখোঁজ চার জনকে উদ্ধারের চেষ্টা করছে। ঘটনাটি কেন ঘটেছে, তাও খতিয়ে দেখা হচ্ছে।’
সময় জার্নাল/আরইউ