রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪

গজারিয়ায় প্রতিপক্ষের হামলায় যুবক আহত

শনিবার, অক্টোবর ৯, ২০২১
গজারিয়ায়  প্রতিপক্ষের হামলায় যুবক আহত

এম ডি মকবুল, গজারিয়া প্রতিনিধি:

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার টেঙ্গারচর ইউনিয়নে ভাটেরচর গ্রামে পূর্বশত্রুতার জের ধরে সৈকত প্রধান (২৪) নামে এক যুবকের উপর অতর্কিত হামলা করেছে একই গ্রামের প্রতিপক্ষ শাহআলম । 

শুক্রবার ৮ অক্টোবর  সন্ধ্যা সাড়ে ৬টায় বড়ুইকান্দি ভাটেরচর গ্রামে এ ঘটনা ঘটে।আহত  সৈকত প্রধান  বড়ুইকান্দি ভাটেরচর গ্রামের শাহাবুদ্দিন প্রধানের ছেলে। সৈকতকে প্রথমে গজারিয়া জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা  শেষে  উন্নত চিকিৎসার জন্য সোনারগাঁ উপজেলার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে । 

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় অনেকেই  জানান, কবির হোসেন ও  শাহাআলম এলাকায় বিভিন্ন অপকর্মে সাথে জড়িত। এ নিয়ে প্রতিবাদ করায় সৈকত প্রধানের সাথে তাদের বিরোধ সৃষ্টি হয়। বিরোধ কে কেন্দ্র করেই তার উপর  হামলা চালায় শাহআলম ও কবিরগং। 

গজারিয়া থানার অফিসার ইনচার্জ রইছ উদ্দিন বলেন   ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। আহতদের পিতা শাহাবুদ্দিন বাদি  হয়ে থানায় এজাহার  করেছে আমরা  দ্রুত আইনগত ব্যবস্থা নিবো ।

সময় জার্নাল/এলআর


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল