জীবন হক, ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ে একটি অজ্ঞাতনামা লাশ নিয়ে বিপাকে পরেছে থানা পুলিশ। শুক্রবার(০৮ অক্টোবর) সন্ধায় ঠাকুরগাঁও-দিনাজপুর সড়কের খোচাবাড়িতে মাইক্রোর সাথে বাই সাইকেলের সংঘর্ষে অজ্ঞাত পরিচয়ের বাই সাইকেল আরোহীর মৃত্যু হয়।
পুলিশ সূত্রে জানায়, দিনাজপুরগামী একটি মাইক্রো পিছন থেকে বাই সাইকেল আরোহীকে আঘাত করে পালিয়ে যায়। ঘটনার পর স্থানীয়রা থানার খবর দিলে পুলিশ গিয়ে সেই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
পুলিশ জানায়, উদ্ধারের পর থেকে মরদেহের পরিবারের খোজ করা হচ্ছে। কিন্তু পরদিন বিকেল পর্যন্ত তার পরিচিত কারো খোজ পাওয়া জায়নি। প্রাথমিক যাচাইয়ে মৃত ব্যক্তি হিন্দু ধর্মাবলম্বী বলে সনাক্ত হওয়ায় স্থানীয় শ্মশানেও যোগাযোগ করা হয়েছে। তবে তরাও লাশটি নিতে অস্বীকৃতি জানায়। লাশ এখনও হাসপাতালের মর্গে পরে আছে। অনেক খোঁজাখুঁজি করেও পরিবারের খোজ না পাওয়ায় বিপাকে পড়েছে পুলিশ।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীরুল ইসলাম জানান, এই ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। পালিয়ে যাওয়া মাইক্রোর খোজ চলছে।
সময় জার্নাল/এলআর