ইসাহাক আলী, নাটোর প্রতিনিধি:
মহা ষষ্ঠী পুজার মধ্যে দিয়ে সারা দেশের মতো নাটোরেও শুরু হয়েছে সনাতন ধর্মালম্বীদের শারদীয় দূর্গোৎসব। সকালে নাটোরের দিঘাপতিয়া রাজার প্রতিষ্ঠিত প্রায় ৩ শ বছরের প্রাচীন দূর্গা মন্দিরে ঘট স্থাপন ও পূজার্চনার মধ্যদিয়ে শুরু হয় পূজার কার্যক্রম।
নানা আনুষ্ঠানিকতায় দেবী দূর্গাকে আমন্ত্রণ ও অধিবাসের মধ্যে দিয়ে সকাল থেকে শুরু হয় এই মহা ষষ্ঠী পুজা। এ সময় ঢাকের বাদ্য আর শঙ্খ ধনী ও ঘন্টার শব্দে মুখরিত হয়ে উঠে পুজা মন্ডপগুলো। এছাড়া সারা দিন চন্ডিপাঠ, সন্ধ্যায় সন্ধি পুজা, রাতে আরতি সহ নানা আনুষ্ঠানিক শেষ হবে মহা ষষ্ঠী পুজা। এই বছর নাটোরে ৩৮৫টি মন্ডবে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব।
এদিকে, দেবী দুর্গার আগমন কে ঘিরে মন্ডপগুলো চলছে উৎসবের আমেজ। প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। পোশাকধারী পুলিশের পাশাপাশি নিরাপত্তায় থাকছে আনসার সদস্যরা।
সময় জার্নাল/এলআর