মো. মাইদুল ইসলাম: সরকারি তিতুমীর কলেজের ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের উদ্যোগে আয়োজিত হলো মাসব্যাপী গবেষণা পদ্ধতি বিষয়ক আন্তর্জাতিক প্রশিক্ষণ প্রোগ্রাম। যেখানে পৃথিবীর বিভিন্ন দেশের বিষয় বিশেষজ্ঞগণ সেশন পরিচালনা করেছেন।
১ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত মাসব্যাপী গবেষণা পদ্ধতি বিষয়ক আন্তর্জাতিক প্রশিক্ষণ কোর্সের ৫০ টি সেশন করানো হয়।
সোমবার (১১ অক্টোবর) সরকারি তিতুমীর কলেজের শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত হয় মাসব্যাপী 'International training program on research methodology' কোর্সের সমাপনী অনুষ্ঠান।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ গোলাম ফারুক। তিনি প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও ক্রেস্ট বিতরণ করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিতুমীর কলেজের অধ্যক্ষ প্রফেসর তালাত সুলতানা ও সদ্য বিদায়ী অধ্যক্ষ প্রফেসর মোঃ আশরাফ হোসেন । ভার্চুয়ালি যুক্ত ছিলেন দেশের ও দেশের বাইরের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও গবেষকবৃন্দ।
আরও উপস্থিত ছিলেন, ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের বিভাগীয় প্রধান মোঃ সালাউদ্দিন সহ কোর্সের সকল টিম মেম্বারগণ।
সময় জার্নাল/এমআই