মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুর সদর উপজেলার রামসাগর দিঘিপাড়া গ্রামের বাসিন্দা পায়ে হেঁটে হজ্জ পালনকারী ১১৫ বছর বয়সী বৃদ্ধ হাজ্বী মহীউদ্দীনের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১১ অক্টোবর) বাদ জোহর রামসাগর হাফিজিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে তাঁর জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা নামাজে ইমামতি করেন মরহুমের নাতী হাফেজ মোঃ মুরসালিন হাসান। জানাজা শেষে মরহুমের পারিবারিক কবরস্থান মাদ্রাসা হাফিজিয়া মাঠ প্রাঙ্গণে তাঁকে দাফন করা হয়।
তাঁর জানাজা নামাজে সদর উপজেলার ৯নং আস্করপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ মোশারফ হোসেন, মরহুমের আত্মীয় আভাস মাল্টিমিডিয়া’র পরিচালক কাজী আসাদ বিন রমজানসহ অন্যান্য আত্মীয়-স্বজন, স্থানীয় কয়েকটি গ্রামের গন্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুলসংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন।
গত রোববার রাতে রামসাগর দিঘিপাড়াস্থ নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তিকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ১১৫ বছর। তাঁর জাতীয় পরিচয়পত্রের (আইডি কার্ড) হিসেব অনুযায়ী তাঁর জন্ম তারিখ ১০ আগষ্ট ১৯০৬ সাল। সে হিসেব অনুযায়ী তাঁর বয়স হয়েছিল ১১৫ বছর ২ মাস ১ দিন। এলাকার কয়েকজন মুরব্বি জানান, বর্তমানে ওই এলাকাসহ আশপাশের এলাকায় তাঁর বয়সী কোন মানুষ বেঁচে নেই। তিনিই সবচেয়ে বয়সী মানুষ বেঁচেছিলেন।
উল্লেখ্য, তিনি পায়ে হেঁটে বাংলাদেশ থেকে সৌদি আরবে গিয়ে পবিত্র হজ্জ পালন করেছিলেন। গত দুই বছর আগে তাঁর পায়ে হেঁটে হজ্জ পালনের খবর বিভিন্ন গনমাধ্যমে প্রচার করা হয়েছিল।
সময় জার্নাল/এলআর