মাহমুদুল হাসান, কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিক্রমপুর-মুন্সিগঞ্জ ছাত্রকল্যাণ পরিষদের নতুন কার্যনির্বাহী কমিটির অনুমোদন দেয়া হয়েছে। নতুন এই কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সার্ভিস বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. হাবিবুর রহমান হৃদয় এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন একই বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুনতাসির হৃদয়।
মঙ্গলবার (১২ অক্টোবর) নতুন এই কমিটি ঘোষণা করা হয়। সদ্য বিদায়ী সভাপতি মো. জুবায়ের আলাম এবং সাধারণ সম্পাদক শাকিল আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়।
নবনির্বাচিত সভাপতি হাবিবুর রহমান হৃদয় বলেন, বিক্রমপুর-মুন্সিগঞ্জ জেলা থেকে আগত শিক্ষার্থীদের যাবতীয় সুবিধা নিশ্চিতের লক্ষ্যে আমরা কাজ করে যাবো। তারা যেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় তথা সারাদেশে নিজেদেরকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে পারে সেজন্য সার্বিক সহযোগিতায় আমাদের পরিষদ সবসময় অগ্রণী ভূমিকায় থাকবে।
কমিটির অন্যান্যরা হলেন- সহ-সভাপতি শেখ সুমন ও আব্দুল্লাহ আল মামুন; যুগ্ম-সাধারণ সম্পাদক সৌরভ তাবরিজি; সাংগঠনিক সম্পাদক রোকেয়া আক্তার এবং আনিকা মিহির; প্রচার সম্পাদক সিরাজুল ইসলাম বাঁধন; দপ্তর সম্পাদক আবু রায়হান; উপ-দপ্তর সম্পাদক মো. ইমরান রিমন; ছাত্রী বিষয়ক সম্পাদক সাদিয়া আক্তার নূর, অর্থ বিষয়ক সম্পাদক রাকিব হোসেন।
উল্লেখ্য, তেইশ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ এই কমিটি আগামী এক বছরের জন্য তাদের দায়িত্ব পালন করবে।
এমআই