মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫

কুড়িগ্রামের গ্রামীণ যুবদের কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্রতা হ্রাসকরণে কর্মশালা

বুধবার, অক্টোবর ১৩, ২০২১
কুড়িগ্রামের গ্রামীণ যুবদের কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্রতা হ্রাসকরণে কর্মশালা

রেজাউল করিম রেজা,কুড়িগ্রাম প্রতিনিধি:

গ্রামীণ যুবদের কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্রতা হ্রাসকরণে দক্ষ মানব সম্পদ তৈরীর লক্ষ্য নিয়ে ‘ফিজিবিলিটি স্টাডি ফর নিউ প্রজেক্টস অব ডিওযাইডি’ শীর্ষক সম্ভাব্যতা যাচাই বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দিনব্যাপী কুড়িগ্রাম যুব ভবনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতায় জেলা যুব উন্নয়ন অধিদপ্তর এই কর্মশালার আয়োজন করে।

কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহকারী সচিব সেলিনা আক্তার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম পৌর মেয়র কাজিউল ইসলাম, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক আলী আর রেজা প্রমুখ।

প্রকল্পের আওতায় প্রস্তাবিত সম্ভাব্যতা যাচাইকৃত ৬টি বিষয় হলো- যুবদের জন্য গ্রামে কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র হ্রাসকরণ, যুবদের কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানব সম্পদে রূপান্তর, কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ, উপজেলা যুব প্রশিক্ষণ বিনোদন কেন্দ্র নির্মাণ, যুব উদ্যোক্তা তৈরীর জন্য যুবদের সক্ষমতা বৃদ্ধি প্রশিক্ষণ ও অনলাইন ভার্চুয়াল প্লাটফর্মে প্রশিক্ষণ প্রদান।

কর্মশালায় এনজিও সংগঠক, উদ্যোক্তা, সফল আত্মকর্মসংস্থান সৃষ্টিকারী, সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

সময় জার্নাল/এলআর


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৫ সময় জার্নাল