স্পোর্টস ডেস্ক: ২৮ বছর পর কোপা আমেরিকার শিরোপা জিতেছে আর্জেন্টিনা। শেষ হয়েছে তাদের দীর্ঘ দিনের অপেক্ষা। ব্রাজিলকে তাদের মাঠে হারিয়ে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই টুর্নামেন্টের শিরোপা ঘরে তুলেছে আলবিসেলেস্তেরা। ম্যাচের একমাত্র গোলটি করেছেন আনহেল ডি মারিয়া।
একটি আন্তর্জাতিক শিরোপা জেতার জন্য আর্জেন্টিনার হাপিত্যেশটা সবার জানা। কয়েকবার খুব কাছে গিয়েও চ্যাম্পিয়ন হতে পারেনি তারা। একদম ছোটবেলা থেকে কোপা জয়ের স্বপ্ন দেখতেন বলে জানিয়েছেন শিরোপা জয়ের নায়ক ডি মারিয়া।
টিওআইসি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে এই মিডফিল্ডার বলেছেন, ‘কোপা আমেরিকা মানে সবকিছু। এটা এমন একটা জিনিস, যেটা আমি ছোটবেলা থেকে জিততে চাইতাম। আর এখন এই সবকিছুই আমার সঙ্গে হয়েছে।’
তিনি আরও বলেন, ‘যখন আমি কোপা আমেরিকার ট্রফিটা দেখলাম। লাখ লাখ জিনিস আমার মাথায় আসলো। প্রথমত সেই কুৎসিত বিষয়গুলো যেগুলো ঘটেছিল এরপর এত সুন্দর একটা মুহূর্ত এসেছে। ২৮ বছর পর কোনো ট্রফি জেতা, মানুষদের ও পরিবারের আনন্দ। আমরা সবাই এমন একটা সুন্দর মুহূর্তের সাক্ষী যেটা সবসময় মনে থাকবে।’
ডি মারিয়া ক্যারিয়ারে অনেক গুরুত্বপূর্ণ ম্যাচে অংশ নিয়েছেন। করেছেন অনেক গোলও। কোপা আমেরিকার ফাইনালে করা ওই গোলটিই তার ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ গোল কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আশা করি খুব দ্রুত এর চেয়েও গুরুত্বপূর্ণ গোল করতে পারবো।’
এই গোল নিয়ে তিনি আরও বলেন, ‘এমনকি গোলরক্ষক আসার আগে, আমি জানতাম কী করব। চিপ করাটা ভালো ছিল জোরে বল মারার চেয়ে। আমি জানতাম অফসাইডে ছিলাম না। এটা গোল ছিল।’
এমআই