ময়মনসিংহ প্রতিনিধি : গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে করোনা উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। মৃত পাঁচজনই ময়মনসিংহের বাসিন্দা। এদের মধ্যে চারজন পুরুষ ও একজন মহিলা।
এ নিয়ে চলতি অক্টোবর মাসে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও উপসর্গে ৬০ জনের মৃত্যু হলো। গত জুলাই, আগষ্ট ও সেপ্টেম্বর মাসে ময়মনসিংহ মেডিকেলে করোনা ও উপসর্গে ১০২৬ জনের মৃত্যু হয়েছিল।
করোনা উপসর্গে মৃত ব্যক্তিরা হলেন- ময়মনসিংহ সদরের আক্তারা বেগম (৬৬), রফিকুল ইসলাম (৬০), আনিসুজ্জামান (৫০), মুক্তাগাছা উপজেলার আকরাম (৩৫) ও হালুয়াঘাট উপজেলার আব্দুল মোতালেব (৭৫)।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডের ফোকাল পারসন মহিউদ্দিন খান জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ১৫ জন ভর্তিসহ হাসপাতালের করোনা ওয়ার্ডে ৮৫ জন রোগী ভর্তি আছেন। এদের মধ্যে আইসিউতে ৬ জন চিকিৎসাধীন আছেন। এছাড়াও সুস্থ হয়ে ১৫ জন হাসপাতাল ছেড়ে গেছেন।
এদিকে সিভিল সার্জন নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ১৮৫ টি নমুনা পরীক্ষায় ১ জনের দেহে করোন শনাক্ত হয়েছে। শনাক্তের হার ০ দশমিক ৫৪ শতাংশ। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ২২ হাজার ৫৪ জন এবং সুস্থ হয়েছেন ২১ হাজার ৩৫২ জন।
সময় জার্নাল/আরইউ