মো: মঈন উদ্দিন রায়হান : ময়মনসিংহে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হচ্ছে।
জেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকালে নগরীর সার্কিট হাউজ প্রাঙ্গনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূষ্পস্তবক অর্পণ করেন সিটি মেয়র ইকরামুল হক টিটু। এরপর শ্রদ্ধা জানান বিভাগীয় কমিশনার কামরুল হাসান, রেঞ্জ ডিআইজি
ব্যারিস্ট্রার হারুন অর রশিদ, জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, জেলা প্রশাসক এনামুল হক, পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামানসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক-সাংস্কৃতিক সংগঠন।
অন্যদিকে নগরীর পাটগুদাম জয়বাংলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূষ্পস্তবক অর্পণ করেন সিটি মেয়র ইকরামুল হক টিটু ও সিটি কর্পোরেশনের কর্মকর্তা ও কর্মচারীগন।
পুলিশ লাইনন্স প্রাঙ্গনে স্থাপিত চেতনায় অম্লানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূষ্পস্তবক অর্পণ করেন রেঞ্জ ডিআইজি ব্যারিস্ট্রার হারুন অর রশিদ, পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামানসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা।
এছাড়াও দিনের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা, চিত্রাঙ্কন, রচনা ও কুইজ প্রতিযোগিতা, বিশেষ দোয়া মাহফিল, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, বঙ্গবন্ধুর দুর্লভ চিত্র প্রদর্শনী ও দুস্থদের মাঝে খাবার বিতরণ।
সময় জার্নাল/এমআই