.............
আদম ও হাওয়া জান্নাতে করেণ বসবাস
এরপর আল্লাহ্ পাক তাঁদেরকে দুনিয়াতে পাঠান,
দীর্ঘ বছর পরস্পর বিচ্ছিন্ন থাকার পর
তাঁরা আরাফাত ময়দানে মিলিত হন।
আরাফাত একটি আরবি শব্দ
এর অর্থ হলো মিলনকেন্দ্র বা মিলনস্থান,
আরাফাতে প্রতি বছর হাজি সাহেবগণ
হজব্রত পালনের জন্য একত্রিত হন।
৯ যিলহজ ফযরের পর হাজি সাহেবগণ
মিনা থেকে আরাফাতের উদ্দেশ্যে রওয়ানা হন,
আরাফাতে পৌছে তাবুতে বসে করেন ইবাদাত
সূর্যাস্ত পর্যন্ত আরাফাতে তাঁরা করেণ অবস্থান।
হজ হলো ধনী ও শারীরিকভাবে সক্ষম লোকদের জন্য
এটি ইসলামের একটি অন্যতম বুনিয়াদ,
হজের দিন সূর্যাস্ত পর্যন্ত আরাফাত ময়দানে
অবস্থান করতে ব্যর্থ হলে হজ হয়ে যায় বরবাদ।
সারা বিশ্ব থেকে মুসলিমগণ আরাফাতে এসে
হজের দিন হন একত্রিত,
ফলে সেদিন আরাফাত ময়দান
মুসলিম মিল্লাতের মিলনকেন্দ্র হয় পরিনত।
বিশ্বের ধনী ও সক্ষম মুসলিমদের জানাই আহবান
হজব্রত পালনের জন্য যাবেন আরাফাত,
কেননা,হজ হইলো সক্ষম মুসলিমদের জন্য
একটি গুরুত্বপূর্ণ ফরয ইবাদাত।
আল্লাহ্ আমাকে দিয়েছিলেন সক্ষমতা
যার জন্য যেতে পেরেছি আরাফাত ,
একারণে আমি হজ করতে সক্ষম হয়েছি
যাহা ইসলামের একটি ফরয ইবাদাত।