এহসান রানা, ফরিদপুর প্রতিনিধি:
“সাবধানে চালাবো গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ী” শ্লোগানে ফরিদপুরে শুরু হয়েছে ট্রাফিক সপ্তাহ। উদ্বোধনী দিনে রোববার সকালে শহরের ইমাম উদ্দিন স্কয়ার হতে পুলিশের একটি সচেতনতা মূলক র্যালী শুরু হয়ে প্রধান সড়ক ধরে গোয়ালচামট ভাঙ্গা রাস্তার মোড় এলাকায় এসে শেষ হয়।
সেখানে সড়কে চলাচলের ক্ষেত্রে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার, ফরিদপুরের পুলিশসুপার মো. আলীমুজ্জামান ও পৌর মেয়র অমিতাভ বোস।
তাৎক্ষনিকভাবে ওই সড়কে নিয়ম মেনেগাড়ীচালানো ও চলাচলকারীদের পুরস্কৃত করেন।
সময় জার্নাল/এলআর