মুরাদ ইমাম কবির, হিলি প্রতিনিধি:
টানা ৬দিন বন্ধ থাকার পর আজ রোববার সকাল থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রফতানি বানিজ্য পুনরায় চালু হয়েছে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারতীয় ব্যবসায়ীদের আবেদনের প্রেক্ষিতে গত ১১ অক্টোবর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত টানা ৬দিন বন্ধ ছিলো হিলি স্থলবন্দরের আমদানি-রফতানি কার্যক্রম।
এদিকে আমদানি-রফতানি পুনরায় চালু হওয়ায় বন্দরের পন্য পরিবহনের উদ্যেশে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ট্রাক গুলো সকাল থেকে বন্দরের বিভিন্ন পয়েন্টে ভিড়তে শুরু করেছে।
পানামা হিলি পোর্ট কর্তৃপক্ষ জানিয়েছে, সকাল থেকে বন্দরের শ্রমিকরা বন্দরে প্রবেশ করতে শুরু করেছে। ট্রাকে পণ্য উঠা-নামা ও ছাড় করণের কাজ শুরু হয়েছে।
টানা ছুটি শেষে বন্দরের আমদানি-রফতানি পুনরায় চালু হওয়ায় বন্দর এলাকায় চাঞ্চল্য ফিরতে শুরু করেছে।
সময় জার্নাল/এলআর