নোমান ইমতিয়াজ, রাবি প্রতিনিধি:
দেশের বিভিন্ন জায়গায় সনাতন ধর্মালম্বীদের বাড়ীঘর, মন্দির, পুজা ম-পে হামলা, অগ্নি সংযোগ, নির্যাতন ও হত্যার প্রতিবাদ এবং বিচারের দাবি জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক-শিক্ষার্থীরা। সোমবার (১৮ অক্টোবর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে ‘সনাতনী শিক্ষক ও শিক্ষার্থীর’ ব্যানারে আয়োজিত এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়েছে।
মানববন্ধনে সনাতন বিদ্যার্থী সংসদের সাবেক সাধারণ সম্পাদক সিমন সাহা বলেন, আমাদের এই দেশে বঙ্গবন্ধু ধর্মনিরপেক্ষতার চারাবৃক্ষ রোপণ করেছিলেন। যেটা এখন আর খুঁজে পাওয়া যায় না। আমাদের প্রত্যেকটি নাগরিকের একটা মৌলিক অধিকার রয়েছে সেটা হলো নিরাপত্বা। সেই নিরাপত্বার জায়গাটা হারিয়ে গেছে।
অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী কঙ্গনা সরকার মিল্টি বলেন, এই দেশে আমাদের অসাম্প্রদায়িকভাবে, ধর্মনিরপেক্ষভাবে বাঁচার কথা ছিল। যারা ধর্মের নামে এই ধরণের কাজ করছেন, অন্য ধর্মকে সম্মান করছে না তারা আসলে নিজের ধর্মকেই মনের মধ্যে লালন করতে পারেনি।
মাইক্রোবায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক অমিত কুমার দত্ত বলেন, দেশের সনাতনী ধমালম্বী জাতির কোন অনুভূতি নেই। মন্দির ভাঙ্গলে, বাড়ীতে আগুন দিলে ও হত্যা করলেও কোন অনুভূতি হয় না। প্রতিকার ও বিচার না হওয়া হলো নতুনভাবে হামলার পরিকল্পনাকে উস্কে দেওয়া।
দর্শন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মানিক রায় অভির সঞ্চালনায় কর্মসূচিতে আরও বক্তব্য দেন শারীরিক শিক্ষা বিভাগের সভাপতি কমল কৃষ্ণ বিশ্বাস, চারুকলা বিভাগের শিক্ষার্থী মনু মোহন বাপ্পা, সনাতন বিদ্যার্থী সংসদের সাবেক সভাপতি চন্দন দে, আইন বিভাগের শিক্ষার্থী হৃদয় ঘোষ, পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী জয় চন্দ্র রায় প্রমুখ। মানববন্ধন শেষে তারা একটি মৌন মিছিল বের করে। মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
এদিকে একই দাবিতে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ও বিপ্লবী ছাত্র মৈত্রীর ব্যনারে বাম সংগঠনগুলো মানববন্ধন করেছে।
সময় জার্নাল/এলআর