মাহমুদুল হাসান, কুবি প্রতিনিধি:
নানা আয়োজনের মধ্য দিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উপলক্ষ্যে ‘শেখ রাসেল দিবস’ পালন করা হয়েছে। আজ সোমবার (১৮ অক্টোবর) সকাল ১১ টায় দিবসটি পালন করা হয়।
পূর্বঘোষিত সূচি অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী’র নেতৃত্বে বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে এ দিবসটি পালন শুরু হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতির সামনে এসে শেষ হয়। এরপর কেক কেটে উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী দিবসটি উদযাপন করেন।
কেক কাটার পর বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে সংক্ষিপ্ত আলোচনা সভায় উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী বলেন, আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ট পুত্র শেখ রাসেলের জন্মদিন। অনাড়ম্বরভাবে দিনটি উদ্যাপনের ইচ্ছা থাকলেও মনে পড়ে যায় ১৫ আগস্টের কথা। ১৯৭৫ সালের ১৫ আগস্টে একটি শিশু পুত্রকেও ছাড় দেয়নি হায়েনার দল। তাই আনন্দ-বেদনার মাঝে দিনটি উদযাপন করতে হচ্ছে। রাসেল আমাদের স্মৃতি। ইতিহাস থেকে আমাদের শিক্ষা নিতে হবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ আবু তাহের এবং ছাত্রলীগ কুবি শাখার সভাপতি ইলিয়াছ হোসেন সবুজ বক্তব্য রাখেন।
এছাড়া আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোঃ শামিমুল ইসলাম, বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন, শাখা ছাত্রলীগের সভাপতি মোঃ ইলিয়াছ হোসেন সবুজ, সাধারণ সম্পাদক মোঃ রেজাউল ইসলাম মাজেদ, কর্মকর্তা ও কর্মচারী সমিতির নেতৃবৃন্দসহ শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
সময় জার্নাল/এলআর