রাবি প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ পূর্তি ও জাতীয় শিশু দিবস উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দুটি হলে ‘বঙ্গবন্ধু কর্ণার’-এর উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৭ মার্চ) দুপুর ১২টায় রহমতুন্নেসা হলে এবং বিকেল ৫টায় হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে বঙ্গবন্ধু কর্ণারের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান।
এর আগে দিবসটি উপলক্ষে সকাল পৌনে ৮টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান, উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা এবং অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া, কোষাধ্যক্ষ অধ্যাপক এ কে এম মোস্তাফিজুর রহমান আল-আরিফ, রেজিস্ট্রার অধ্যাপক আবদুস সালামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এরপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও রাবি বঙ্গবন্ধু পরিষদসহ বিভিন্ন হল, বিভাগ, ইনস্টিটিউট এবং পেশাজীবী ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন পুস্পস্তবক অর্পণ করে।
উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়ার সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে সকাল ১০ টায় একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় রেজিস্ট্রার অধ্যাপক আবদুস সালামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান। অনুষ্ঠানে বঙ্গবন্ধুর সংগ্রামী জীবন ও কর্মের ওপর বক্তৃতা দেন রাবির সাবেক উপ-উপাচার্য অধ্যাপক মুহম্মদ নূরুল্লাহ্। এছাড়াও বক্তব্য দেন উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা ও কোষাধ্যক্ষ অধ্যাপক এ কে এম মোস্তাফিজুর রহমান আল-আরিফ।
এরপর বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, ইনস্টিটিউট, শেখ রাসেল মডেল স্কুল শিক্ষার্থীদের জন্য শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ থেকে অনলাইন কুইজ প্রতিযোগিতা এবং রাবি স্কুলের শিক্ষার্থীদের জন্য ‘অসমাপ্ত আত্মজীবনী’ ও ‘কারাগারের রোজনামচা’ থেকে অনলাইন কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বাদ জোহর বিশ্ববিদ্যালয় কেন্দ্রিয় জামে মসজিদে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
দিবসের কর্মসূচি হিসেবে সন্ধ্যা সাতটায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে জাতির পিতার জন্মদিন উপলক্ষে কেক কাটা হবে। এরপর গত ৭ মার্চের রচনা ও ১৭ মার্চের কুইজ প্রতিযোগিতা এবং বঙ্গবন্ধু ঢাকা ম্যারাথন-২০২১ এর পুরস্কার বিতরণ কারা হবে।
সময় জার্নাল/এমআই