শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

আন্তর্জাতিক প্রতারকচক্রের সদস্য গ্রেফতার

সোমবার, অক্টোবর ১৮, ২০২১
আন্তর্জাতিক প্রতারকচক্রের সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : একটি আন্তর্জাতিক প্রতারক চক্রের সদস্য মো. রায়হান ফরাজী রাব্বি নামের একজনকে গ্রেফতার করেছে  পুলিশের কাউন্টার টেররিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সাইবার ক্রাইম এন্ড ইনভেস্টিগেশন বিভাগ। 

সোমবার (১৮ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন অভিযানিক দলের প্রধান সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ধ্রুব জোর্তিময় গোপ।  তিনি বলেন, এ বিষয়ে আজ কাফরুল থানায় মামলা হয়েছে। মামলা নম্বর ২৩।

গোপন সংবাদের ভিত্তিতে মোতাবেক  ইন্টারনেট রেফারেল টিম ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১৪ নং ওয়ার্নডের মিরপুরের সেনপাড়া ৩০০/৩০১ নং বাসায় অভিযান চালায়। অভিযানে মো. রায়হান ফরাজী রাব্বিকে (২৭) গ্রেফতার করা হয়।

মো. রায়হান ফরাজী রাব্বি চাঁদপুরের মতলব উপজেলার পাঠান বাজারের মোঃ হান্নান মিয়ার ছেলে।

আটক মো. রায়হান ফরাজীর বাসার কক্ষ থেকে একটি কম্পিউটার উদ্ধার করা হয়।  এ কম্পিউটারে বিভিন্ন বিদেশী নাগরিকদের ফেক আইডি কার্ড প্রস্তুত করত অবস্থায় পাওয়া যায়। এছাড়া প্রতারণার কাজে ব্যবহৃত মোবাইল ফোন ও ৫ টি হার্ড ড্রাইভসহ একটি সিপিইউ জব্ধ করা হয়।

সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ধ্রুব জোর্তিময় গোপ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মো. রায়হান ফরাজী রাব্বি (২৭) স্বীকার করে যে, সে  ২০১৭ সাল থেকে অদ্যবধি পর্যন্ত বিভিন্ন দেশের নাগরিকদের প্রায় সহস্রাধিক ফেক ড্রাইভিং লাইসেন্স/আইডি কার্ড/পাসপোর্ট প্রস্তুত/এডিট করে তাদের নিকট হতে বিভিন্ন Payment gateway ব্যবহার করে Cryptocurrency Bitcoin (ভার্চুয়াল মানি) সংগ্রহ করে।

পুলিশের এ সিনিয়র সহকারী কমিশনার আরো বলেন, গ্রেফতারকৃত ব্যক্তি ইলেকট্রনিক মাধ্যম ব্যবহার করে জালিয়াতি এবং প্রতারণার করে বিভিন্ন ব্যক্তিদের সুবিধা লাভ করে দেওয়ার জন্য ফেক ড্রাইভিং লাইসেন্স/আইডি কার্ড/পাসপোর্ট প্রস্তুত/এডিট করে তাদেরকে ইমেইলের মাধ্যমে সরবরাহ করে এবং আইনানুগ কর্তৃত্ব বহির্ভূত ই-ট্রানজেকশন এর মাধ্যমে Cryptocurrency Bitcoin সংগ্রহ করে আসছে। যা ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮ এর ২২/২৩/২৪/২৬/৩০ ধারার অপরাধ। এর আগে একটি জিডিও করা হয়।

প্রসঙ্গত, বেশ কিছু দিন ধরে আন্তর্জাতিক পরিচয় প্রতারক চক্র বিভিন্ন সফট্ওয়ার ব্যবহার করে ফেক ড্রাইভিং লাইসেন্স/আইডি কার্ড/পাসপোর্ট প্রস্তুত/এডিট করে বিভিন্ন দেশের সরকারি বেসরকারি প্রতিষ্ঠান এবং ব্যক্তিদের সাথে প্রতারণা করে আসছে। এ সংবাদের সত্যতা যাচাইয়ের বাচাই করে অভিযান পরিচালনা করছে সিটি সাইবার ইনভেস্টিগেশন বিভাগ।
এ বিষয়ে কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) প্রধান আসাদুজ্জামান বলেন, দেশের মাটিতে দেশী আন্তর্জাতিক সকল প্রতারককে আইনের আওতায় আনা হবে।কেউ অন্যায় করে পার পাবে না।

সময় জার্নাল/আরইউ


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল