আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের সামরিক সরকার দেশটির কারাগার থেকে কয়েক শত জান্তাবিরোধী রাজনৈতিক বন্দীকে মুক্তি দিয়েছে। ইয়াঙ্গুনের ইনসেইন কারাগার থেকে তাদের মুক্তি দেয়া হয় বলে স্থানীয় সংবাদমাধ্যমে জানানো হয়।
এর আগে সোমবার মানবিক বিবেচনায় মিয়ানমারে কারাগারে বন্দী থাকা বা ফেরারি পাঁচ হাজার ছয় শ'র বেশি জান্তাবিরোধী আন্দোলনের কর্মীকে সাধারণ ক্ষমার আওতায় ছেড়ে দেয়ার ঘোষণা দেয় জান্তা সরকার।
স্থানীয় সংবাদমাধ্যমের খবরে জানানো হয়, মুক্তি পাওয়া বন্দীদের মধ্যে দেশটির সাবেক স্টেট কাউন্সিলর অং সান সু চির ক্ষমতাচ্যুত ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির মুখপাত্র মনেওয়া অং শিন ও বিখ্যাত কমেডিয়ান জারগানারও রয়েছেন।
জান্তাবিরোধী আন্দোলনের কর্মীরা অবশ্য বলছেন, দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক সহযোগিতা জোট আসিয়ানের সম্মেলনের আমন্ত্রণ থেকে মিয়ানমারের জান্তাপ্রধানকে বাদ রাখায় আন্তর্জাতিক ভাবমূর্তি পুনরুদ্ধারে এই পদক্ষেপ নেয়া হয়েছে।
জাতিসংঘ মিয়ানমার বিষয়ক বিশেষ দূত টম অ্যান্ড্রুজ এই উদ্যোগকে স্বাগত জানান। তবে মুক্তি পাওয়া এই বন্দীদের শুরুতেই গ্রেফতার করা 'নিকৃষ্টতর' ছিলো বলে টুইট বার্তায় জানান তিনি।
তিনি বলেন, 'মিয়ানমারে জান্তার রাজনৈতিক বন্দীদের মুক্তি দেয়া তাদের মনের পরিবর্তনের কারণে নয়, বরং চাপের কারণে।' তবে ঠিক কতজন মুক্তি পেয়েছেন, তা জানা যায়নি।
১ ফেব্রুয়ারি মিয়ানমারের সামরিক বাহিনী তাতমাদাও দেশটিতে সেনা অভ্যুত্থান ঘটায় এবং প্রেসিডেন্ট উইন মিন্ট ও স্টেট কাউন্সিলর অং সান সু চিসহ রাজনৈতিক নেতাদের গ্রেফতার করে। সাথে সাথে দেশটিতে এক বছরের জন্য জরুরি অবস্থা জারি করা হয়। পরে ১ আগস্ট জরুরি অবস্থার মেয়াদ ২০২৩ সালের আগস্ট পর্যন্ত বাড়ানোর ঘোষণা দেন জান্তা প্রধান জেনারেল মিন অং লাইং।
সময় জার্নাল/এলআর