ছেলে আরিয়ান খানের মাদক ইস্যুকে কেন্দ্র করে শাহরুখ খানের বাসা মান্নাতে অভিযান চালাচ্ছে ভারতের মাদক নিয়ন্ত্রণ ব্যুরো। টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার দুপুরে শাহরুখ খান ও গৌরী খানের বাসায় এনসিবি কর্মকর্তাদের প্রবেশের ভিডিও ফুটেজ আমাদের হাতে এসেছে। বাসায় প্রবেশের সময় কর্মকর্তাদের হাতে কিছু কাগজপত্র দেখা গেছে।
এনবিসি কর্মকর্তাদের অন্য একটি দল একই সময়ে অভিনেত্রী অনন্যা পান্ডের বাসায়ও প্রবেশে করেছে।
বুধবার আরিয়ান খানের জামিন আবেদন খারিজ হওয়ার পর এই তল্লাসি অভিযান চালানো হচ্ছে। মুম্বাই আদালত ও এনবিসি কর্মকর্তারা জামিনের বিরোধীতা করে বলেছেন গ্রেফতারের আগের দিন বলিউডের একজন উঠতি অভিনেত্রীর সাথে আরিয়ানের চ্যাট হয়ে ছিলো। দুজনেরই আলোচনার বিষয় ছিলো মাদক।
আরিয়ান ছাড়াও বুধবার অপর দুই অভিযুক্ত আরবাজ মারচেন্ট এবং মুনমুন ধামেচার জামিন আবেদন খারিজ হয়েছিল।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া