এম ডি মকবুল, গজারিয়া প্রতিনিধি: মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন একাধিক স্থানে সড়ক ও জনপথের জায়গা ভরাট ও দখলের প্রতিযোগিতায় মেতে উঠেছে স্থানীয় একাধিক প্রভাবশালী চক্র।
বৃহস্পতিবার সকালে সরেজমিনে দেখা যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্নে আলিপুরা গ্রামের মোড়ে একটি স্থানে সিএনজি পাম্প নির্মাণের অজুহাতে ,আনারপুরা বাস স্ট্যান্ডে রওজাতুল উলুম মাদ্রাসা সংলগ্ন সিএনজি পাম্প নির্মাণ অজুহাতে এবং আধুনিক পেপারমিল সংলগ্ন ব্যক্তিমালিকানাধীন উদ্যোগে সড়ক ও জনপথের জায়গায় অবৈধভাবে বালু ভরাট ও দখলের প্রতিযোগিতা চলছে।
আধুনিক পেপার মিল সংলগ্ন ব্যক্তিমালিকানায় সড়ক ও জনপথের জায়গা ভরাট প্রসঙ্গে জমির মালিক ভাটের চর গ্রামের আসাদ প্রধান জানান আমাদের জায়গায় বালু ভরাট করতে গিয়ে সড়ক ও জনপথের জায়গায় বালু ভরাট হচ্ছে । সড়ক ও জনপথের কোন আপত্তি বা বাধা-নিষেধ হলে আমরা ছেড়ে দিতে বাধ্য থাকব ।
বালু ভরাট করার জন্য কোন অনুমতি চাওয়া হয় নাই। অপরদিকে আনারপুরা স্ট্যান্ডের রওজাতুল উলুম মাদ্রাসা সংলগ্ন সড়ক ও জনপথের জায়গায় বালু ভরাট প্রসঙ্গে সড়ক ও জনপথ বিভাগের অনুমতি প্রসঙ্গে গজারিয়া থানায় কর্মরত এক দারোগা জানান আনারপুরা গ্রামের শাহ আলম মিয়ার জমিতে সিএনজি পাম্প নির্মাণ করা হবে। শশুর শাহ আলম মিয়ার জমির সম্মুখে সড়ক ও জনপথের জায়গা ব্যবহার করার অনুমতি পেতে সড়ক ও জনপথ বিভাগ বরাবর প্রয়োজনীয় দরখাস্ত করা হয়েছে । জনৈক দারোগা স্থানীয় সাংবাদিকদের কে শশুর শাহ আলমের সাথে যোগাযোগ করার প্রয়োজন নেই বলে জানিয়েছেন।
সড়ক ও জনপথ, নারায়ণগঞ্জ জোন, উপ-বিভাগীয় প্রকৌশলী আবুল হোসেন জানান গজারিয়ায় একাধিক স্থানে সড়ক ও জনপথের জায়গায় বালু ভরাট হচ্ছে সংবাদটি মোবাইলে অবগত হয়েছি। অফিস থেকে তদন্ত টিম সরোজমিনে পাঠানো হবে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
সময় জার্নাল/এলআর