নিজস্ব প্রতিবেদক: রংপুর জেলার পীরগঞ্জে জেলেপল্লীতে আগুন দেয়া ও লুটপাটের ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৬টি পরিবারকে পুনর্বাসন করতে নগদ অর্থ সহায়তা দিয়েছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। ভুক্তভোগী পরিবারগুলোর মধ্যে নগদ একত্রিশ লাখ টাকা তুলে দিয়েছে বিদ্যানন্দ।
সবচেয়ে বেশি পাঁচ লাখ টাকা তুলে দেয়া হয় মাঝিপাড়ার সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেবেন্দ্রনাথের পরিবারকে। সর্বনিম্ন এক লাখ করে টাকা দেয়া হয় একেকটি পরিবারে।
বুধবার (২০ অক্টোবর) স্থানীয় স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে ক্ষতির প্রকৃতি অনুসারে সর্বনিম্ন নগদ এক লক্ষ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ পাঁচ লক্ষ টাকা পর্যন্ত সহায়তা দিয়েছে প্রতিষ্ঠানটি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সহায়তা হস্তান্তর করেন রংপুর জেলা প্রশাসক মো. আসিব আহসান।
আরও উপস্থিত ছিলেন রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক গোলাম রব্বানী, পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বিরোদা রানী রায়, স্থানীয় জনপ্রতিনিধি ও বিদ্যানন্দের স্বেচ্ছাসেবকরা।
এমআই