মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪

মুহাম্মদ সামসুজ্জামান এর কবিতা ‘উপলব্ধিতে বঙ্গবন্ধু ‘

বৃহস্পতিবার, মার্চ ১৮, ২০২১
মুহাম্মদ সামসুজ্জামান এর কবিতা ‘উপলব্ধিতে বঙ্গবন্ধু ‘


চৈত্রের দাবদাহে বসন্তের আঙিনায়
সুর্যের খড়তাপে ভরানদী গাঙিনায়,

তোমার এই আগমনে উত্তাল ধরনী
ফুল মাখা সজ্জায় সাজিয়াছে সরনি 

এ ধরায় এসে তুমি করেছিলে বেগবান,
গেয়েছিলে সাতই মার্চ মুক্তির জয়গান।

আগুনের ফুলঝুরি শাখে শাখে পল্লবে
ধ্বনি মাঝে মুখরিত মুজিবুর রবে রবে।

শত্রুকে বলেছিলে, "হুশিয়ার সাবধান-"
রাঙিয়েছ রাজপথ যুদ্ধের ময়দান।

ভরানদী বাকেবাকে স্বাধিকার জেগে রয় 
বন্ধুর খেরো পথ, অমসৃণ  মহাশয়।

স্বাধিকারে খুজে দেখ মুজিবের অবদান
হুংকারে বলেছিল," পাকিস্তান সাবধান।"


সময় জার্নাল/ইএইচ


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল