বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

ফেনীতে লালন শাহ’র মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

শুক্রবার, অক্টোবর ২২, ২০২১
ফেনীতে লালন শাহ’র মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক।সময় জার্নাল : ফেনীতে বাউল সাধক লালন শাহ'র ১৩১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চারনের আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২২ অক্টোবর) বিকাল ৪টায় ফেনী জেলা শাখার উদ্যোগে নবীনচন্দ্র সেন মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কবি ও  সংগঠক আর কে শামীম পাটোয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চারণ সাংস্কৃতিক কেন্দ্র,  ফেনী জেলা শাখার ইনচার্জ কমরেড অর্জুন দাস। 

অনুষ্ঠানের শুরুতেই লালন শাহ, সদ্য প্রয়াত কবি অমিতাভ পাল এবং সম্প্রতি সাম্প্রদায়িক সহিংসতায় নিহত সংখ্যালঘুদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। 

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লার নওয়াব ফয়েজুন্নেসা সরকারি কলেজের  অধ্যক্ষ বাবুল চন্দ্র শীল। তিনি বলেন, ‘আমি দীর্ঘ ঊনত্রিশ বছর ধরে ফেনীতে বাস করছি , আজ পর্যন্ত দেখিনি ফেনীতে লালন ফকিরের স্মরণে কেউ কোন অনুষ্ঠান করেছে। তিনি আয়োজকদের সাধুবাদ জানান।’

অনুষ্ঠানে লালন ফকিরের জীবনী পাঠ করেন, চারণ সাংস্কৃতিক কেন্দ্র ফেনী জেলা শাখার সদস্য দাউদ উল ইসলাম। 

অনুষ্ঠানে আলোচনা করেন কবি, গবেষক ও দ্য ডেইলি স্টারের সাহিত্য সম্পাদক ইমরান মাহফুজ; কবি, লেখক ও আইনজীবী জিয়াউদ্দিন বুলবুল; কবি ও গবেষক শাবিহ মাহমুদ, ছাগলাইয়া মৌলভী শামছুল করিম কলেজের বাংলা বিভাগের প্রভাষক কবি শিরিন রহমান এবং বাসদ ফেনী জেলা শাখার সদস্য সচিব কমরেড মালেক মনসুরসহ প্রমুখ।  

আলোচকগণ একটি অসাম্প্রদায়িক সাম্য সমাজ বিনির্মাণে পরিপূরক সাংস্কৃতিক কার্যক্রমের উপর গুরুত্বারোপ করেন । লালনের মানবতাবাদী চিন্তা সর্বত্র ছড়িয়ে দেয়া এবং নিজেদের জীবনে অনুশীলনের প্রত্যয় ব্যক্ত করেন। 

আলোচনা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। লালনের গান পরিবেশন করেন প্রফেসর বাবুল চন্দ্র শীল, চারণ সাংস্কৃতিক কেন্দ্র ছাগলনাইয়া উপজেলা শাখার সঙ্গীত প্রশিক্ষক জাফর আহমেদ, মেঘলা ও সবুজ। 

এছাড়া গান পরিবেশন করেন চারণ সাংস্কৃতিক কেন্দ্র দাগনভূঞার শিল্পী সুনীল দেবনাথ, পুষ্পিতা দাস এবং মানিক দেবনাথ। কবিতা আবৃত্তি করেন, বকুল আকতার দরিয়া এবং তাথৈ।

সময় জার্নাল/আরইউ


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল