দুলাল বিশ^াস, গোপালগঞ্জ প্রতিনিধি:
হিন্দু সম্প্রদায়ের মন্দির ও মুর্তি ভাংচুর, দোকান ও বাড়ী ঘরে আগুন এবং খুনের প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ অক্টোবর) সকালে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ গোপালগঞ্জ জেলা শাখাসহ বিভিন্ন সনাতনী সংগঠন যৌথভাবে এ কর্মসূচী পালন করে।
মানববন্ধনে অংশ গ্রহনকারী ব্যক্তিরা এসব ঘটনার বিচারের দাবীতে বিভিন্ন ধরনের লেখা ফেষ্টুন,প্লাকার্ড প্রদর্শন করেন।
এ উপলক্ষে গোপালগঞ্জ কেন্দ্রীয় কালীবাড়ী হতে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় প্রেসক্লাবের সামনে গিয়ে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ গোপালগঞ্জের সদস্য সচিব প্রদীপ কুমার বিশ^াস পল্টুর সভাপতিত্বে সমাবেশে অন্যান্যোর মধ্যে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সুনীল কুমার দাস, জেলা আওয়ামীলীগের সহসভাপতি শেখ মোঃ রুহুল আমিন,বিএম এর সাধারন সম্পাদক ডাঃ হুমায়ুন কবির,জেলা যুবলীগের সভাপতি জি এম সাহাবুদ্দিন আজম, সার্বজনীন কেন্দ্রীয় কালীবাড়ী কমিটির সভাপতি ডাঃ অরুন কান্তি বিশ্বাস, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ডাঃ অসিত কুমার মল্লিক, সহ সভাপতি মঙ্গল চন্দ্র বিশ্বাস, রঘুনাথপুর সার্বজনীন মহাশ্মান কালী বাড়ি কমিটির সভাপতি দুলাল চন্দ্র বিশ^াস,খাটরা কালীবাড়ী কমিটির সাধারন সম্পাদক উজ্জ্বল বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান নীতিশ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান নিরুনন্নাহার বেগম, মহিলা ঐক্য পরিষদের সাধারন সম্পাদক শিপ্রা বিশ্বাস,মতুয়া সুবল রায়,ডেভিড বৈদ্য,শ্রীধর মাধব দাস প্রমূখ।
বক্তারা বলেন, বিভিন্ন সময় হিন্দু সম্প্রদায়ের উপর হামলার ঘটনা ঘটেছে। কিন্তু কোন ঘটনারই বিচার হয়নি। সরকারের প্রতি হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তাসহ সংখ্যালঘু সুরক্ষা কমিশন গঠন ও বৈষম্য বিলোপ আইন করার দাবী জানান।
সময় জার্নাল/এলআর