তিতুমীর কলেজ প্রতিনিধি: সরকারি তিতুমীর কলেজের নবনিযুক্ত ২৯তম অধ্যক্ষ অধ্যাপক তালাত সুলতানার সাথে কলেজ আইটি সোসাইটির নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ অক্টোবার) অধ্যক্ষের কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন আইটি সোসাইটির উপদেষ্টা ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. সালাউদ্দিন, ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আরিফ হোসাইন রাজন, হিউম্যান রিসোর্স সেক্রেটারি শাহরিয়ার শাকিল, সদস্য মেহেদি হাসান, এইচ আর হৃদয় ও গালিব হাসানসহ অন্যান্যরা।
এসময় অধ্যক্ষ হিসেবে নিযুক্ত হওয়ায় অধ্যাপক তালাত সুলতানাকে আইটি সোসাইটির পক্ষ থেকে উপহার প্রদান করা হয়।
এমআই