শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

লালপুরে এক সঙ্গে ৩ শিশুর জন্ম

শনিবার, অক্টোবর ২৩, ২০২১
লালপুরে এক সঙ্গে ৩ শিশুর জন্ম

ইসাহাক আলী, নাটোর : 

নাটোরের লালপুরে রেখা খাতুন নামের এক গৃহিণীর গর্ভে থেকে এক সঙ্গে ৩ জন শিশুর জন্ম হয়েছে। গতরাতে উপজেলার গোপালপুর পৌরসভা এলাকার মুক্তার জেনারেল হাসপাতালে ওই গৃহিণীর সিজার অপারেশনের মাধ্যমে ২টি পুত্র ও ১টি কন্যা সন্তান জন্ম গ্রহণ করে। এতে ওই গৃহিণী সহ ৩ শিশু সম্পূর্ণ সুস্থ রয়েছে বলে জানা গেছে। রেখা খাতুন উপজেলার ঢুষপাড়া গ্রামের সাগর ইসলামের স্ত্রী।

এ বিষয়ে সাগর ইসলাম বলেন, আল্লাহু রাব্বুল আলামিন কে শুকরিয়া। এক সাথে ২ ছেলে ও ১ টি কণ্যা দিয়েছে এবং শিশুদের মা সহ তাঁরা সুস্থ আছে। এতে তিনি অনেক খুশি বলে জানান।

এ বিষয়ে মুক্তার জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মুক্তার হোসেন জানান, লালপুরে এই প্রথম এক সঙ্গে তিন শিশুর জন্ম গ্রহণ করেছে। তিনি আরো বলেন, মা ও শিশু সহ তাঁর চার জন সুস্থ আছে। 

সময় জার্নাল/ইএইচ


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল