আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বে প্রথমবারের মতো করোনাভাইরাসের এন্টিবডি নিয়ে শিশুর জন্ম হয়েছে বলে দাবি করেছেন দুই শিশু বিশেষজ্ঞ। মার্কিন যুক্তরাষ্ট্রের এক হাসপাতালে জন্ম নিলো এ শিশু।
বিশেষজ্ঞরা জানান,প্রসূতি অবস্থায় শিশুর মাকে করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া হয়েছিল। সেই জন্যই সেই মহিলার সন্তানের শরীরে জন্মের সময় থেকেই রয়েছে করোনার সঙ্গে লড়াই করার অ্যান্টিবডি।
বিষয়টি নিয়ে এখনও গবেষণা চলছে বলে জানা যাচ্ছে। অন্তঃসত্ত্বা অবস্থায় ওই মহিলাকে মডার্না ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া হয়। প্রসূতি অবস্থার ৩৬তম সপ্তাহে তাকে এই টিকা দেওয়া হয়েছিল। তার তিন সপ্তাহ পরেই এক সুস্বাস্থ্যসম্পন্ন কন্যা সন্তানের জন্ম দেন মহিলা।
জন্মের পরেই ওই শিশুর রক্তের নমুনা নেওয়া হয় পরীক্ষার জন্য। সেই পরীক্ষার ফলাফল থেকেই দেখা যায়, সদ্যজাতের শরীরে রয়েছে করোনার অ্যান্টিবডি।
আমেরিকার ফ্লোরিডা আটলান্টিক বিশ্ববিদ্যালয়ের গবেষক পল গিলবার্ট ও চ্যাড রুডনিক বলেন, এই প্রথম কোনও শিশু দেহে অ্যান্টিবডি নিয়ে জন্মেছে কারণ তার মাকে গর্ভবতী অবস্থায় ভ্যাকসিন দেওয়া হয়েছিল।
সদ্যজাতের মাকে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে। নিয়মিত শিশুটিকে স্তন্যপানও করানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। তবে এই বিষয়টি নিয়ে আরও বিশদে গবেষণা করা দরকার বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাহলেই বোঝা যাবে গর্ভবতী অবস্থায় ভ্যাকসিন নিলে শিশুর শরীরে অ্যান্টিবডি তৈরি হচ্ছে কিনা।
সময় জার্নাল/এমআই