আজ বুধবার থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। ভর্তিচ্ছু দূরর্বর্তী শিক্ষার্থীদের সুবিধার্থে বিনামূল্যে থাকা, খাওয়া ও পরিবহন সুবিধা দিচ্ছে সেচ্ছাসেবী মানবিক সংগঠন ‘আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন’। দল-মত-ধর্ম-বর্ণ-লিংগ-এলাকা নির্বিশেষে দেশের সকল স্থানের সকল শিক্ষার্থীদের জন্য মুসাফির খানা, মেহমানখানা, পরিবহন উন্মুক্ত বলে জানিয়েছেন সংগঠনটির চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দীন।
মুসফিরখানা সম্পর্কে তিনি জানান, চট্টগ্রাম শহরের চান্দগাঁও থানাধীন গোলাম আলী নাজির পাড়ায় আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন কমপ্লেক্সে মুসাফির খানা ও মেহমান খানা অবস্থিত। নগরীর বহদ্দারহাট খাজা রোড চৌধুরীর স্কুলের পাশ দিয়ে কিংবা বাস টার্মিনালের পরে পুরাতন চান্দগাঁও থানা পাঠানিয়া গোদা হয়ে গোলাম আলী নাজির পাড়াস্থ আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন কমপ্লেক্সে আসা যায়। পথ চিনতে গুগল ম্যাপে
Alhaj Shamsul Hoque Foundation লিখে সহযোগীতা বা পোস্টে উল্লেখিত নাম্বারে (০১৮৪১০৪০৫৪০)
কল করে জেনে নিতে পারবেন।
পরিবহন সুবিধা সম্পর্কে তিনি জানান, চট্টগ্রাম শহর থেকে বিশ্ববিদ্যালয়ে যাওয়া-আসার জন্য বিনামূল্যে পরিবহনের বেশ কিছু অনুরোধ পেয়ে আসছি। এরই প্রেক্ষিতে ফাউন্ডেশনের পক্ষ থেকে পরিবহনের ব্যবস্থা করা হয়েছে বলে জানান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দীন।
ঘোষণা অনুযায়ী, বুধবার থেকে নগরীর ২ নম্বর গেটস্থ চট্টগ্রাম শপিং কমপ্লেক্স থেকে বাসগুলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। এছাড়া পরীক্ষা শেষে বিশ্ববিদ্যালয়ের মেইন গেট থেকে একই বাসগুলো ছেড়ে আসবে চট্টগ্রাম শহরের উদ্দেশ্যে।
বাস ছাড়ার সময়সূচি:
বুধবার (২৭ অক্টোবর) বাসগুলো সকাল সাড়ে ৭টায় ক্যাম্পাসের উদ্দেশ্যে শহর ছেড়ে গেছে। ওই একই বাস ক্যাম্পাস থেকে শহরের উদ্দেশ্যে ছেড়ে আসবে দুপুর ১২ টা ১৫ মিনিটে। আরেকটা বাস দুপুর ১.৩০ মিনিটে শহর ছাড়বে এবং পরীক্ষা শেষে ক্যাম্পাস ছাড়বে বিকাল সাড়ে ৪ টায়।
২৮ অক্টোবর সকাল সাড়ে ৭টায় শহর ছাড়বে এবং ওই একই বাস ক্যাম্পাস ছেড়ে আসবে দুপুর ১২ টা ১৫ মিনিটে।
২৯ অক্টোবর সকাল সাড়ে ৭টায় শহর ছাড়বে এবং ওই একই বাস শহরের উদ্দেশ্যে ছেড়ে আসবে দুপুর ১২ টা ১৫ মিনিটে।
৩০ অক্টোবর বাসগুলো সকাল সাড়ে ৭টায় শহর ছাড়বে এবং ওই একই বাস ক্যাম্পাস ছেড়ে আসবে দুপুর ১২ টা ১৫ মিনিটে।এছাড়া আরেকটা বাস দুপুর ১.৩০ মিনিটে শহর ছাড়বে এবং পরীক্ষা শেষে ক্যাম্পাস ছাড়বে বিকাল সাড়ে ৪ টায়।
৩১ অক্টোবর সকাল সাড়ে ৭টায় শহর ছাড়বে এবং ওই একই বাস ক্যাম্পাস ছেড়ে আসবে দুপুর ১২ টা ১৫ মিনিটে। এছাড়া আরেকটা বাস দুপুর ১.৩০ মিনিটে শহর ছাড়বে এবং পরীক্ষা শেষে ক্যাম্পাস ছাড়বে বিকাল সাড়ে ৪ টায়।
১ নভেম্বর সকাল সাড়ে ৭টায় ক্যাম্পাসের উদ্দেশ্যে শহর ছাড়বে এবং ওই একই বাস ক্যাম্পাস ছেড়ে আসবে দুপুর ১২ টা ১৫ মিনিটে। এছাড়া আরেকটা বাস দুপুর ১.৩০ মিনিটে শহর ছাড়বে এবং পরীক্ষা শেষে ক্যাম্পাস ছাড়বে বিকাল সাড়ে ৪ টায়।
২ নভেম্বর সকাল সাড়ে ৭টায় বাস শহর ছাড়বে এবং ওই একই বাস ক্যাম্পাস ছেড়ে আসবে দুপুর ১২ টা ১৫ মিনিটে। এছাড়া আরেকটা বাস দুপুর ১.৩০ মিনিটে শহর ছাড়বে এবং পরীক্ষা শেষে ক্যাম্পাস ছাড়বে বিকাল সাড়ে ৪ টায়।
বাসের সিটে বসার ক্ষেত্রে মেয়েদের অগ্রাধিকার দিতে চলাচলকারী শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দীন। তিনি বলেন, আমাদের ভাইয়েরা যদিও অনেক ভালো, তারপরেও বিনীত অনুরোধ, বোনদের সীটে বসতে অগ্রাধিকার দিবেন।
বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার উদ্দেশ্য ছাড়া গাড়ীতে না উঠার জন্যও আহ্বান জানিয়েছেন আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান।
সময় জার্নাল/ইএইচ