মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এসব কর্মসূচীর মধ্যে ছিল জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা ও দু’আ মাহফিল ইত্যাদি।
বুধবার (২৭ অক্টোবর) সকাল ৮টায় জেল রোডস্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের সকল কার্যক্রমের অনুষ্ঠানিক উদ্বোধন করেন দিনাজপুর জেলা যুবদলের সভাপতি মোঃ আব্দুল মোন্নাফ মুকুল ও সাধারণ সম্পাদক একেএম মাসুদুল ইসলাম মাসুদ।
বিকেল ৪টায় জেল রোডস্থ দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দু’আ মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা যুবদলের সভাপতি মোঃ আব্দুল মোন্নাফ মুকুল’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এবং দিনাজপুর পৌরসভার কাউন্সিলর একেএম মাসুদুল ইসলাম মাসুদ’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত আহবায়ক আলহাজ¦ মিসেস রেজিনা ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, যুগ্ম আহবায়ক মোঃ খালেকুজ্জামান বাবু, আলহাজ¦ মাহবুব আহম্মেদ, আখতারুজ্জামান জুয়েল, আলহাজ¦ মোস্তফা কামাল মিলন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি রাশেদুজ্জামান রাশেদ, মোঃ মিজানুর রহমান মুকুল, মোঃ ইসমাঈল খান জন্স, মঞ্জুর আহমেদ জুয়েল, রায়হান আলী খান তাজ, বাবু চৌধুরী, মঞ্জুর মোর্শেদ সুমন, সাংগঠনিক সম্পাদক মোকসেদুল ইসলাম টুটুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মজিবর রহমান মজিব, সাধারণ সম্পাদক রাসেল আলী চৌধুরী লিমন, জেলা ছাত্রদলের সভাপতি রেজাউর রহমান রেজা, সাধারণ সম্পাদক আবুজার সেতু, জেলা মহিলাদলের সভাপতি নাজমা মসির, জেলা মহিলাদলের সাধারণ সম্পাদক ও দিনাজপুর পৌরসভার কাউন্সিলর শাহিন সুলতানা বিউটি, কোতয়ালী যুবদলের আহবায়ক মোঃ শামিম প্রমূখ।
সভায় বক্তারা বলেন, আগামী দিনের আন্দোলনে-সংগ্রামের জন্য যুবদলসহ বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। বক্তারা অবিলম্বে বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র মুক্তির দাবী জানান।
অনুষ্ঠানে যুবদলের নেতাকর্মীসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল, কৃষকদল, মহিলাদল, তাঁতীদল ও অন্যান্য অঙ্গসহযোগি সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র রোগমুক্তি ও দীর্ঘায়ূ কামানা, দেশ, জাতি ও মুসলিম উম্মাহ’র শান্তি-সমদ্ধি কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।
সময় জার্নাল/এলআর