পলাশ শরীফ, বাগেরহাট প্রতিনিধি:
বর্নাঢ্য আয়োজনে ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি, বাগেরহাটের ৪র্থ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বুধবার দুপুরে মেরিন টেকনোলজি চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম।
ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি, বাগেরহাটের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ শামিম হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন বাগেরহাট চিংড়ি গবেষনা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা নিলুফা বেগম, বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতির মহা-ব্যবস্থাপক জাকির হোসেন, অধ্যক্ষ প্রকৌশলী মোঃ শামিম হাসানের সহধর্মীনি সানজিদা জামান জলি, সাংবাদিক আলী আকবর টুটুল প্রমুখ। অনুষ্ঠানে ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির প্রশিক্ষক মাজহারুল হাসান খান, হাবিবুল্লাহ, অভিষেক সরকারসহ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
৪র্থ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আায়োজন করেছে শিক্ষার্থীরা। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ২০১৩ সালে বাগেরহাট শহরতলীর চিতলী-বৈটপুর নামক স্থানে এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করে।
সময় জার্নাল/এলআর