নিজস্ব প্রতিনিধি: চাঁদপুর থেকে মানিকগঞ্জের পাটুরিয়ার দিকে রওনা দিয়েছে আরো একটি উদ্ধারকারী জাহাজ প্রত্যয়। এদিক, দ্বিতীয় দিনের মতো পাটুরিয়ায় ডুবে যাওয়া ফেরি আমানত শাহের ভেতরে থাকা যানবাহন তুলতে উদ্ধারকারী জাহাজ হামজা অভিযান শুরু করেছে।
বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে এ উদ্ধার অভিযান শুরু হয়। বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ হামজার পাশাপাশি উদ্ধার কাজে অংশ নিয়েছেন ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও নৌবাহিনীর সদস্যরা।
গতকাল বুধবার রাত সাড়ে ৮টা পর্যন্ত চলে প্রথমদিনের উদ্ধার অভিযান। প্রথমদিন তিনটি ট্রাক ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বুধবার সকালে গোয়ালন্দের দৌলতদিয়া ঘাট থেকে ১৭টি পণ্যবাহীবাহী ট্রাক ও বেশ কয়েকটি মোটরসাইকেলসহ রো রো ফেরি আমানত শাহ পাটুরিয়ার ৫ নম্বর ঘাটে আসার পর তলা দিয়ে পানি প্রবেশ করে কাত হয়ে ডুবে যায়। এসময় স্রোতে বেশ কয়েকটি পণ্যবাহী ট্রাক ভেসে গেলেও অন্যান্য ট্রাক ও মোটরসাইকেল ডুবে যায়। তবে কোনো যাত্রী বা চালক নিখোঁজের খবর পাওয়া যায়নি। ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু হয়।
বিআইডব্লিউটিসির নৌযানের তালিকা অনুযায়ী, রো রো ফেরি আমানত শাহ ১৯৮০ সালে তৈরি। এই ফেরি ৩৩৫ যাত্রী ও ২৫টি যান বহন করতে পারে। সর্বোচ্চ ১০.২৫ নটিক্যাল মাইল গতিতে চলতে পারে। এদিকে ফেরিডুবির ঘটনায় স্থানীয় প্রশাসন চার সদস্যের ও নৌ-মন্ত্রণালয় সাত সদস্যের পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করেছে।
বিআইডব্লিউটিসি আরিচা অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক জিল্লুর রহমান জানান, দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান শুরু হয়েছে। প্রথমদিনে তিনটি ট্রাক ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
সময় জার্নাল/এলআর