বিস্মৃতির অনুষঙ্গ
কফির পেয়ালায় যখন তৃষ্ণার্ত ঠোঁট,
ধোয়ার ভিতর মিশে যায় নিদ্রাহীন রাত।
বিষন্নতায় ভরা দুটি চোখ ,
অপ্রকাশিত অভিমান লুকায়।
খুঁজে ফেরা নরম আঙ্গুলের স্পর্শ
অপেক্ষা ভোরের শিশির বিন্দুর।
অলীক স্বপ্নগুলো রুপ বদলাতে থাকে
শরতের আকাশের মতো!
নিশিথের চাঁদ মুখ লুকায়
নিকষ কালো মেঘের আড়ালে।
একাকিত্বের যন্ত্রণায় কবিতা হাতড়াই
আমার লুকিয়ে রাখা কাব্যে মিশি।
সহস্র কবিতার ভীড়ে জন্ম হয়
এক কূমারী প্রেমিকার কাব্য কথা।
কোন দৃষ্টান্ত উপমা ছাড়াই
রেখে যাই জলন্ত উপসংহার।
ঝরা পাতাদের অভিসন্ধি
কান পেতে শুনি।
পথের প্রান্ত থেকে ভেসে আসে
কান্নার তীব্র আওয়াজ।
তোমার নামের প্রলাপ করে,
বিস্মৃতির অনুষঙ্গে আমি তখন নির্বিকার।
সময় জার্নাল/এমআই