তিতুমীর কলেজ প্রতিনিধি: পরীক্ষায় না দেখানোয় সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে মারধর করার অভিযোগ উঠেছে তারই এক সহপাঠীর বিরুদ্ধে। হামলার শিকার শিক্ষার্থী মো. হাবিবুর রহমান। তিনি কলেজের ১৮-১৯ শিক্ষাবর্ষের ইসলামিক ইতিহাস বিভাগের শিক্ষার্থী।
বৃহস্পতিবার (২৮ অক্টোবর) বিকেলে সরকারি বাঙলা কলেজে পরীক্ষা দিতে গিয়ে ভুক্তিভোগী শিক্ষার্থীর সাথে এমন ঘটনা ঘটে। এই ঘটনার পর আহত শিক্ষার্থী প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
হামলার শিকার মো. হাবিবুর রহমান (বায়ে), অভিযুক্ত রাশেদুল ইসলাম সামি (ডানে)
ভুক্তিভোগী আরও বলেন, 'ঘটনার পর থেকে নানান জায়গা থেকে হুমকি-ধমকিও পাচ্ছি। আমি পরীক্ষার হলে না দেখানোয় রাশেদুল ইসলাম সামি আমাকে পিটিয়েছে। তিনি আমার চোখ-নাক ও মুখে মেরেছে। আমাকে স্টিলের স্কেল দিয়ে পিটিয়েছে। সে ছাত্রলীগের রাজনীতি করে বলে দাবি করে।’
জানতে চাইলে অভিযুক্ত রাশেদুল ইসলাম সামি বলেন, ‘আমি কাউকে মারিনি। এ ঘটনার সাথে আমি জড়িত না। ওর (হাবিবুর রহমান) সাথে এমন কিছুই হয়নি। আমি ওর সাথে কথা বলছি। কেনো এমন করছে আমি জানি না।'
তিতুমীর কলেজ ছাত্রলীগের সভাপতি মো. রিপন মিয়া বলেন, ‘যিনি হামলা করেছেন তিনি ছাত্রলীগের কর্মী দাবি করলেও তিনি আমাদের কেউ না। পদধারী কেউ হলে আমরা সাংগঠনিক ব্যবস্থা নেবো। এ ধরনের ঘটনা নিন্দনীয়।'
তিতুমীর কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল মোড়ল বলেন, এমন ঘটনা আমি শুনিনি। যার বিরুদ্ধে অভিযোগ এসেছে আমরা তাকে চিনি না। ছাত্রলীগ করে কিনা তাও জানা নেই। এমননটা হয়ে থাকলে তবে তিতুমীর কলেজের জন্য এটা খুবই দুঃখজনক। ছাত্রলীগের কেউ হলে ব্যবস্থা নেব।
সময় জার্নাল/এমআই