মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর ইলেকট্রিক্যাল মার্চেন্ট এসোসিয়েশন কার্য-নির্বাহী কমিটির ত্রি-বার্ষিক (২০২১-২০২৪) নির্বাচনে টিপু-রুবেল পূর্ণ প্যানেলে বিজয়ী হয়েছন। ১৩টি পদের মধ্যে সব ক’টিতে নিরঙ্কুশ বিজয় অর্জন করেছেন।
সভাপতি পদে এম. জিয়াউল হক টিপু ৩৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছন। সহ-সভাপতি পদে বিজয়ী হয়েছেন দুইজন। মোঃ বাদরুল আলমের প্রাপ্তভোট ৩৪ ও মোঃ ওয়ারেসের প্রাপ্ত ভোট ৩০।
সাধারণ সম্পাদক পদে ৩৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মোঃ রুবেল ইসলাম। সহ-সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন দুইজন। মোঃ জুলফিকার আলীর প্রাপ্ত ভোট ৩৬ ও মাসুদ পারভেজের প্রাপ্ত ভোট ৩৬ ভোট।
সাংগঠনিক দপ্তর ও প্রচার সম্পাদক পদে ৩৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ইমরান খান, কোষাধ্যক্ষ পদে ৩৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মোঃ জাহিদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ৩৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মোঃ হাবিবুল্লাহ, ধর্ম ও সমাজ কল্যাণ সম্পাদক পদে ৩১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন হাসানুজ্জামান।
কার্যকরি সদস্য পদে ৩ জন বিজয়ী হয়েছেন। তারা হলেন-লিটনের প্রাপ্ত ভোট ৩৮, ফজলে রাব্বির প্রাপ্ত ভোট ৩৫ ও পল্লবের প্রাপ্ত ভোট ৩৩টি।
অপরদিকে সৈয়দ সাগির আহম্মেদ-আসলাম খান প্যানেল থেকে সভাপতি পদে আলহাজ¦ সৈয়দ সাগির আহম্মেদ পেয়েছেন ১৯ ভোট, সহ-সভাপতি পদে মোঃ হাবিবুর রশীদ হাবু পেয়েছেন ২৬ ভোট, আলহাজ¦ মোঃ আশরাফ খান পেয়েছেন ২০ ভোট, সাধারণ সম্পাদক পদে মোঃ আসলাম খান পেয়েছেন ১৯ ভোট, সহ-সাধারণ সম্পাদক পদে মোঃ নাসরুল্লাহ রানা পেয়েছেন ২২ ভোট ও আলহাজ। মোঃ সোলায়মান মোল্লা পেয়েছেন ১৮ ভোট, সাংগঠনিক দপ্তর ও প্রচার সম্পাদক পদে মোঃ রাজিউর রহমান রাজু পেয়েছেন ১৮ ভোট, কোষাধ্যক্ষ পদে মোঃ হারুন-অর-রশীদ পেয়েছেন ১৯ ভোট, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মোঃ শামিম পারভেজ পাপ্পু পেয়েছেন ২০ ভোট, ধর্ম ও সমাজ কল্যাণ সম্পাদক পদে মোঃ রফিকুল তালুকদার পেয়েছেন ১৮ ভোট।
আর কার্যকরি সদস্য পদে আলহাজ¦ মোঃ ইব্রাহিম খলিলুর রহমান পেয়েছেন ২০ ভোট, এম. এম. মজিবর রহমান পেয়েছেন ১৯ ভোট ও মোঃ মনিরুজ্জামান মুন্না পেয়েছেন ১৮ ভোট।
এর আগে শুক্রবার (২৯ অক্টোবর) দিনাজপুর উচ্চ বিদ্যালয়ে বিকেল ৩ টা থেকে ৫টা পর্যন্ত নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে শতভাগ ভোটার ভোট প্রদান করেন। অর্থাৎ ৫৮ জন ভোটারের মধ্যে ৫৮ জনই ভোট প্রদান করেন।
নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন সাংবাদিক কামরুল হুদা হেলাল। সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন সাংবাদিক রতন সিংহ ও মোঃ কুরবান আলী।
সময় জার্নাল/আরইউ