মো. মাইদুল ইসলাম: ‘শেখ রাসেল দিবস-২০২১’ উপলক্ষে রাজধানীর সরকারি তিতুমীর কলেজে প্রকাশিত হলো শেখ রাসেল দেয়ালিকা। দেয়ালিকায় শেখ রাসেলের শৈশব স্মৃতি, তার অপার সম্ভাবনা, নেতৃত্বের গুণসহ বিভিন্ন কর্মকান্ড ফুটিয়ে তোলা হয়েছে।
'বিরল সম্ভাব্য এক অঙ্কুরিত বীজের বেদনার্ত মহাপ্রস্হান' এরকম বিভিন্ন শিরোনামে কলেজের শিক্ষক, বিভিন্ন সংগঠন ও সাধারণ শিক্ষার্থীরা তাদের লেখার মাধ্যমে ছোট শেখ রাসেল কে তুলে ধরেছেন দেয়ালিকায়।
শনিবার (৩০ অক্টোবর) কলেজের বিজ্ঞান ভবনের নিচে এই দেয়ালিকার প্রকাশ করা হয়।
শেখ রাসেল দেয়ালিকার আহবায়ক হিসেবে ছিলেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর কামরুন নাহার। তার নির্দেশনায় কলেজের সাংস্কৃতিক সংগঠন তিতুমীর নাট্যদলের সদস্যারা এ দেয়ালিকা তৈরি করেছেন।
উল্লেখ্য, দেশে প্রথমবারের মত উদযাপিত হতে যাওয়া শেখ রাসেল দিবসকে কেন্দ্র করে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে নানা আয়োজনের নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। দিবসটি উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ‘শেখ রাসেল দেয়ালিকা’ করার জন্য একটি স্থায়ী স্থান নির্ধারণ করতে হবে। বিভিন্ন জাতীয় দিবস ও উৎসবকে কেন্দ্র করে ওই স্থানে কবিতা, সৃষ্টিশীল লেখা ও ছবি উপস্থাপন করা হবে। প্রথম দেয়ালিকা প্রকাশিত হবে অক্টোবরের মধ্যে এবং তার প্রতিপাদ্য হবে ‘শেখ রাসেল দিবস’।
এমআই