মুরাদ ইমাম কবির, হিলি প্রতিনিধি:
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। দাবিকৃত দুই লাখ টাকা চাঁদা না দেয়ায় রনি মটরস ও যমুনা ইলেকট্রনিক্সের শো রুমে ব্যপক ভাংচুর চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন শো রুমের মালিক মিনহাজুল ইসলাম রনি। এঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে দারুণ ক্ষোভের সৃষ্টি হয়েছে।
আজ সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে মিনহাজুল ইসলাম রনি অভিযোগ করেন, গতকাল শনিবার সন্ধা ৬টায় স্থানীয় ইউপি চেয়াম্যান কবিরুল এর নেতৃত্বে ২০-২৫ জনের একটি স্বশস্ত্র¿ গ্রুপ রনি মটরস ও যমুনা ইলেকট্রনিক্স-এর শো রুমে ব্যপক ভাংচুর চালায়। এসময় সন্ত্রাসীরা ক্যাশ বক্স থেকে নগত ৫ লাখ টাকা ছিনিয়ে নেয় এবং শো রুমের টিভি, ফ্রিজ, সেলাইমেশিন, ইলেকট্রিক চুলাসহ বিভিন্ন মালামাল ভাংচুর করে। এছাড়াও দোকানের গার্মেন্টস সামগ্রী বিভিন্ন তৌরি পোশাক তছনছ করে। প্রায় ১০ লাখ টাকার মালামাল ভাংচুর ও লুটপাট করা হয় সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা পেতে বাথ রুমে লুকিয়ে নিজের প্রাণ রক্ষা করেন বলে দাবি শো রুমের মালিক মিনহাজুল ইসলাম রনি’র।
সন্ত্রাসী ঘটনায় রাণীগঞ্জ বাজার এলাকায় তাৎক্ষনিক স্থানীয় লোকজনসহ সাধারণ ব্যবসায়ীদের মধ্যে অতংস্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘোড়াঘাট থানার ওসি তদন্ত ঘটনাস্থল পরিদর্শণ করেন। এবং দেষি ব্যাক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ^াস দিয়েছেন।
ঘোড়াঘাট থানার অফিসার ইন-চার্জ আবু হাসান কবির ভংচুরের বিষয়টি স্বিকার করে বলেন লিখিত অভিযোগ পেলে দোষি বেক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এবিষয়ে জানতে চাইলে চেয়ারম্যান কবিরুল ইসলাম বলেন, তার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ সম্পুর্ণ মিথ্য ও ভিত্ত্বিহীন।
সময় জার্নাল/এলআর