এম. পলাশ শরীফ, বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের মোড়েলগঞ্জে খাউলিয়া ইউনিয়নে রাত পোহালেই ইউপি নির্বাচন। ইউনিয়নের ১০টি ভোট কেন্দ্রই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহিৃত করা হয়েছে।
কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন। মাঠে সার্বক্ষনিক থাকছে বিজিবি র্যাব, কোস্টগার্ড, পুলিশ ও আনসার ভিডিপি সদস্য।
উপজেলা নির্বাচন অফিসার মোস্তফা কামাল জানান, ভোট কেন্দ্রগুলোতে ইতোমধ্যে ভোট বাক্স, ব্যালট পেপার কেন্দ্রে কেন্দ্রে দায়িত্বরত অফিসার নিয়ে পৌঁছে গেছে। এ ইউনিয়নে ১০টি ভোট কেন্দ্রে ৬৮টি বুথে সকাল ৮টা থেকে ভোটগ্রহন শুরু হবে। মোট ভোটার রয়েছে ২১ হাজার ৫১৩ জন। এর মধ্যে পুরুষ ১০ হাজার ৯০৯ জন, মহিলা ভোটার ১০ হাজার ৬০৪জন।
উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলম বলেন, উপ নির্বাচনে ১০টি কেন্দ্রে ৪জন ম্যাজিষ্ট্রেট, দুই প্লাটুন র্যাব, এক প্লাটুন বিজিবি, প্রতিটি কেন্দ্রে ৭ জন করে অস্ত্রধারী পুলিশ, আনসার সদস্য, পিসি এপিসি ২ জন অস্ত্রধারী থাকছেন। এ ছাড়াও ৮টি মোবাইল টিম, স্টাইকিং ফোর্স ২টিম, কোষ্টগার্ডের একটি টিম সার্বক্ষনিক মাঠে থাকছেন।
থানা ওসি তদন্ত কর্মকর্তা তুহিন মন্ডল জানান, ১০টি ভোট কেন্দ্রই ঝুঁকিপূর্ণ তালিকা হিসেবে সনাক্ত করা হয়েছে। তবে সার্বক্ষনিক পুলিশের মোবাইল ও স্টাইকিং টিম মাঠে থাকছে।
এমআই