খাদেমুল মোরসালিন শাকীর, নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার ৯ ইউনিয়নের মধ্যে ৮ ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে ২৮ নভেম্বর। মামলা জটিলতার কারণে এ নির্বাচনের তফসিল থেকে বাদ পড়েছে উপজেলার চাঁদখানা ইউনিয়ন পরিষদ নির্বাচন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, গত ইউপি নির্বাচনে নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে বিজয়ী (বর্তমান চেয়ারম্যান) প্রার্থীর বিরুদ্ধে ও নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী ভোট কারচুপির অভিযোগ এনে মামলা দায়ের করেন। মামলাটি নিস্পত্তি না হওয়ায় নির্বাচন কমিশন ওই ইউনিয়নের তফসিল বাদ দিয়ে তফসিল ঘোষনা করেন।
অপর দিকে আগামী ২৮ নভেম্বর নির্বাচনের জন্য ভোট গ্রহনের তারিখ ঘোষনা করেন ইসি। তফসিল ঘোষনার পর থেকে উৎসব মূখর পরিবেশে ভোটের আমেজ শুরু হয়েছে। উপজেলার ৮ ইউনিয়নে মনোনয়নপত্র দাখিল করেন চেয়ারম্যান প্রার্থী হিসাবে ৬৫ জন,সংরক্ষিত পদে ১ শত ১৪ জন ও সাধারণ সদস্য পদে ৩ শত ৫৮ জন প্রার্থী । তারমধ্যে বড়ভিটা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ১৫,পুটিমারী ইউনিয়নে ৮,নিতাই ইউনিয়নে ১১,বাহাগিলী ইউনিয়নে ৫,কিশোরগঞ্জ সদর ইউনিয়নে ৫,রণচন্ডি ইউনিয়নে ৬, গাড়াগ্রাম ইউনিয়নে ৬ ও মাগুড়া ইউনিয়নে ৯ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন।
অপর দিকে সংরক্ষিত সদস্য পদে বড়ভিটা ইউনিয়নে ১৬,পুটিমারী ১৪, নিতাই ১৫, বাহাগিলী ১৬, কিশোরগঞ্জ সদরে ১১,রণচন্ডি ১৪,গাড়াগ্রাম ২৮ ও মাগুড়া ১৬ জন প্রার্থী। সাধারণ সদস্য পদে বড়ভিটা ইউনিয়নে ৫৩ জন,পুটিমারী ৪৬,নিতাই ৪২,বাহাগিলী ২৬,কিশোরগঞ্জ ৪২,রণচন্ডি ৪০,গাড়াগ্রাম ৬০ ও মাগুড়া ৪৯ জন প্রার্থী।
কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে ১৬ জন প্রার্থী সাধারণ সদস্য পদের জন্য মনোনয়ন জমা দিয়ে আলোড়ন সৃষ্টি করছেন।
উপজেলা নির্বাচন অফিসার রফিকুল ইসলাম বলেন,আগামী ৪ নভেম্বর মনোনয়নপত্র যাচাই বাছাই,১১ নভেম্বর প্রত্যাহার ও ১২ নভেম্বর প্রতীক বরাদ্দ দেয়া হবে। অতিরিক্ত প্রার্থীদের কিভাবে প্রতীক দেয়া হবে জানতে চাওয়া হলে তিনি বলেন,নির্বাচন কমিশনে অতিরিক্ত প্রতীকের জন্য আবেদন করা হবে।
সময় জার্নাল/এলআর